এ কে এম হাফিজুর রহমান

বাংলাদেশী রাজনীতিবিদ

এ কে এম হাফিজুর রহমান একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ও সাবেক সাংসদ। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের[১] নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন।[২][৩][৪]

এ কে এম হাফিজুর রহমান
বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
জুন ১৯৯৬ – ২০০১
পূর্বসূরীরেজাউল বারী ডিনা
উত্তরসূরীরেজাউল বারী ডিনা
কাজের মেয়াদ
২০০৮ – ২০১৪
পূর্বসূরীরেজাউল বারী ডিনা
উত্তরসূরীশরিফুল ইসলাম জিন্নাহ
ব্যক্তিগত বিবরণ
জন্মবগুড়া
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

এডভোকেট এ কে এম হাফিজুর রহমান বগুড়া শহরের বাদুরতলায় জন্ম গ্রহণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

এ কে এম হাফিজুর রহমান বগুড়ার একজন প্রবীন আইনজীবী। বগুড়া বার সমিতির সাবেক সভাপতি তিনি। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে[১] তিনি বগুড়া-২ আসন থেকে বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন।[২][৩][৪]

পারিবারিক জীবন সম্পাদনা

এডভোকেট এ কে এম হাফিজুর রহমানের প্রথম স্ত্রী ২০০১ সালে সালে মারা যান। ২০১৪ সালে দ্বিতীয় বিয়ে করেন মোছাঃ নারগিস বারীকে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এ কে এম হাফিজুর রহমান"দৈনিক প্রথম আলো 
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬ 
  4. BanglaNews24.com। "বগুড়া-২: আপা তো নৌকা ভাড়া দেয়"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬ 

বহিঃসংযোগ সম্পাদনা