এ. সুব্রহ্মণ্যম

ভারতীয় রাজনীতিবিদ

এ. সুব্রহ্মণ্যম একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি প্রজা সোশ্যালিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একবার তামিলনাড়ু বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এ. সুব্রহ্মণ্যম
তামিলনাড়ু বিধানসভা
কাজের মেয়াদ
১৯৭১ – ১৯৭৭
পূর্বসূরীপি. ভেলুস্বামী
উত্তরসূরীআর. ভেঙ্কেদুস্বামী
সংসদীয় এলাকাসিঙ্গানাল্লুর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৫/২৬
মৃত্যু২০ মার্চ ২০১৯ (বয়স ৯৩)
রাজনৈতিক দলপ্রজা সোশ্যালিস্ট পার্টি

রাজনৈতিক জীবন সম্পাদনা

এ. সুব্রহ্মণ্যম ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এর দরুন জেল খাটতে হয়েছিল তাকে। ১৯৭১ সালে তিনি প্রজা সোশ্যালিস্ট পার্টির মনোনয়নে তামিলনাড়ু বিধানসভার সিঙ্গানাল্লুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১][২]

প্রয়াণ সম্পাদনা

এ. সুব্রহ্মণ্যম ২০১৯ সালের ২০ মার্চ ৯৩ বছর বয়সে প্রয়াত হন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Singanallur Assembly Constituency Election Result"www.resultuniversity.com। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  2. "Tamil Nadu Assembly Election Results in 1971"www.elections.in। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  3. "Former MLA passes away"The Hindu। ২০ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯