এহসান নুরানী

ভারতীয় সুরকার এবং গীটার বাদক

এহসান নুরানী হল ইহসান নুরানী, শংকর মহাদেবন এবং লয় মেন্দোনসাকে নিয়ে (শংকর-এহসান-লয়) ৩ জনের সমন্বয়ে গঠিত সংগীত-বিষয়ক একটি দল। এহসান হলেন একজন বিখ্যাত সঙ্গীত সুরকার এবং একজন অসাধারণ গিটার বাদক। তিনি সঙ্গীত রচনা শুরু করার আগ পর্যন্ত অনেক সঙ্গীত পরিচালকের সাথে গিটার বাদক হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও এহসান মুম্বাইয়ের অভিজ্ঞ গিটার শিক্ষক মি. বিসমার্ক রডরিগুইস এর কাছে থেকে সঙ্গীতের তালিম নিয়েছিলেন।

এহসান নুরানী
এহসান নুরানী ভারতের বেঙ্গালুরুতে আইডিয়া রকস কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন
এহসান নুরানী ভারতের বেঙ্গালুরুতে আইডিয়া রকস কনসার্টে সঙ্গীত পরিবেশন করছেন
প্রাথমিক তথ্য
জন্ম (1963-10-12) অক্টোবর ১২, ১৯৬৩ (বয়স ৬০)
ধরনব্লুজ, বলিউড
পেশাসুরকার
গিটার বাদক
বাদ্যযন্ত্রগিটার
কার্যকাল১৯৮৬–বর্তমান
ওয়েবসাইটwww.ehsaannoorani.com

পুরস্কার এবং মনোনয়ন সম্পাদনা

 
এহসান নুরানী সোলমেটে

জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) সম্পাদনা

আইফা এ্যাওয়ার্ডস সম্পাদনা

ফিল্মফেয়ার পুরস্কার সম্পাদনা

স্টার স্ক্রিন এ্যাওয়ার্ডস সম্পাদনা

জি সিনে এ্যাওয়ার্ডস সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা