এসটি. সেবাস্টিয়ান (বত্তিচেল্লি)

এসটি. সেবাস্টিয়ান চিত্রকর্মটি খ্রিষ্টান সাধু ও যোদ্ধা সেবাস্টিয়ানের একটি প্রতিকৃতি; যা ইতালীয় নবজাগরণের সময়ের চিত্রশিল্পী সান্দ্রো বত্তিচেল্লি অংকন করেন। ১৪৭৪ খ্রিষ্টাব্দে জানুয়ারীর পূর্বে এই চিত্রকর্মের কাজ সম্পুর্ণভাবে সম্পন্ন হয় এবং ফ্লোরেন্সের সান্তা মারিয়া ম্যাজিওরে গীর্জায় এই চিত্রকর্মটি দান করা হয়। বর্তমানে এটি বার্লিনের স্ট্যাটিলিস মুসেন জাদুঘরে সংরক্ষিত আছে।[১]

এসটি. সেবাস্টিয়ান
শিল্পীসান্দ্রো বত্তিচেল্লি
বছর১৪৭৪
উপাদানটেম্পেরা
আয়তন195 cm × 75 cm (৭৭ ইঞ্চি × ৩০ ইঞ্চি)
অবস্থানগিমেলডেগ্যালেরী, বার্লিন

সমালোচনা এবং প্রভাব সম্পাদনা

কেনেথ ক্লার্ক এই ছবিটিকে উল্লেখযোগ্য মনে করেছেন কারণ ধ্রুপদী ভাস্কর্যের ন্যায় এ ছবিটির মধ্যে এক ধরনের শান্তি শান্তি ভাব ও ভারসাম্য আছে।[২]

রাইনার মারিয়া রিলকের " সাংকত সেবাস্টিয়ান" (অর্থ সাধু সেবাস্টিয়ান) নামক কবিতা বত্তিচেল্লির চিত্রশিল্প দ্বারা প্রভাবিত হয়ে রচিত হয়েছে বলে রিল্কের কবিতার অনুবাদক জেবি লেইসম্যান ও জেন ডেভিডসন মনে করেন।[৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসুত্র সম্পাদনা

  1. Ronald Lightbown, Sandro Botticelli. Life and Work, Cross River Press 1989, p. 51.
  2. Kenneth Clark, The Nude: A study in ideal form, 1956, ch. 2, "Apollo."
  3. Jane Davidson Reid, "Rilke's Sebastian and the Painters," Art Journal 27 (1967), pp. 24-33 + 39.

টেমপ্লেট:Botticelli


[[Category:Painএই নিবন্ধ থেকে {{Short description}} সরান। এটি বাংলা উইকিপিডিয়ায় কাজ করবে না।