এলেনা কালান্তরীয়ান

আর্মেনিয়ান চিকিৎসক

এলেনা কালান্টারিয়ান (আর্মেনিয়া: Ելենա Վլադիմիրի Քալանթարյան, ১৬ জুন ১৮৯০ – ৩০ মে ১৯৬৩) ছিলেন আর্মেনিয়ান হেলমিনিথোলজিস্ট। আর্মেনিয়ান এসএসআর-তে বৈজ্ঞানিক হেলমিনোলজির প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মেডিকেল সায়েন্সেসের ডাক্তার (১৯৫১), প্রফেসর ড. আর্মেনিয়ান এসএসআরের সম্মানিত বিজ্ঞানী (১৯৫৪), আর্মেনিয়ান এসএসআরের সম্মানিত ডাক্তার।[১]

এলেনা কালান্তরীয়ান
Elena Kalantaryan
জন্ম১৬ জুন ১৮৯০
Cherkizovo
মৃত্যু৩০ মে ১৯৬৩
জাতীয়তাআর্মেনিয়ান
শিক্ষাI.M. Sechenov First Moscow State Medical University
পেশাhelminthologist
পরিচিতির কারণSkrijabini Kalantarian
মেডিকেল কর্মজীবন
ক্ষেত্রhelminthology

জন্ম ও শিক্ষা সম্পাদনা

১৯১৫ সালে কালান্তরীয় ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯১৫ থেকে ১৯২১ সাল অবধি তিনি তিবিলিসিতে (জর্জিয়া) কাজ করেছিলেন; ১৯২৩- ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ইয়েরেভান ক্রান্তীয় ইনস্টিটিউটে হেলমিনোলজি বিভাগের প্রধান ছিলেন, ১৯৪৪-১৯৫০ সালে ইয়েরেভান মেডিকেল ইনস্টিটিউটের ডিন।[২] কালান্তরীয়ানের গবেষণামূলক আগ্রহের বিষয়ের মধ্যে ছিলো পিনওয়ার্মের অধ্যয়ন।

পুরস্কার সম্পাদনা

  • Honored Scientist of the Armenian SSR
  • Honored Doctor of the Armenian SSR
  • Order of Lenin

তথ্যসূত্র সম্পাদনা