এম. বি. শেট্টি

ভারতীয় অভিনেতা

এম. বি. শেট্টি (কন্নড়: ಎಮ್. ಬಿ. ಶೆಟ್ಟಿ; ১ জানুয়ারি ১৯৩৮ - ২৩ জানুয়ারি ১৯৮২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র স্ট্যান্টম্যান, অ্যাকশন কোরিওগ্রাফার এবং অভিনেতা।[১] তার পুরো নাম মুদ্দু বাবু শেট্টি। তিনি টাক মাথার বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি বেশিরভাগ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করতেন। তিনি চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি'র বাবা।[২][৩]

এম. বি. শেট্টি
জন্ম
মুদ্দু বাবু শেট্টি

১ জানুয়ারি ১৯৩৮
মৃত্যু২৩ জানুয়ারি ১৯৮২(1982-01-23) (বয়স ৪৪)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, চলচ্চিত্র স্ট্যান্টম্যান, অ্যাকশন কোরিওগ্রাফার
কর্মজীবন১৯৫৬-১৯৮১
সন্তান৫, রোহিত শেট্টি সহ

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তিনি ১৯৩১ সালে ভারতের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন। তিনি উড়ুপি থেকে বোম্বে আসেন। তার মাতৃভাষা ছিল তুলু। তিনি মুম্বইয়ের কটন গ্রিনে একজন ওয়েটার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, যার পরে বক্সিং এবং বডি বিল্ডিং শুরু করেন।[৪]

চলচ্চিত্রে কর্মজীবন সম্পাদনা

তিনি ১৯৫৬ সালের হির চলচ্চিত্রে একজন ফাইট ইন্সট্রাক্টর হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। তিনি খলনায়ক হিসেবে অভিনয় করতেন এবং ১৯৭০-এর দশকে অসংখ্য হিন্দিকন্নড় চলচ্চিত্রের জন্য স্টান্ট রচনা করেছিলেন। তিনি একজন অ্যাকশন ডিরেক্টর ছিলেন। তিনি ডন, শালীমার (১৯৭৮), দ্য গ্রেট গ্যাম্বলার (১৯৭৯), ত্রিশুল, দিওয়ার সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি এম. জি. রামচন্দ্রনের সাথে ১৯৭৭ সালের তামিল চলচ্চিত্র নভারথিনম-এ অভিনয় করেছিলেন।[৫]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তার প্রথম স্ত্রী ছিলেন বিনোদিনী, যার সঙ্গে তার ২ জন কন্যা এবং ২ জন পুত্র রয়েছেন। তার দ্বিতীয় স্ত্রী রত্নার সাথে তার একজন পুত্র রয়েছেন, চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রতিবেদন, নিজস্ব। "ছেলে বিখ্যাত পরিচালক, বলিউডের নামী এই ফাইটমাস্টারের ভুলেই নাকি প্রাণ হারান এক অভিনেতা"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০২ 
  2. "Veeru Devgan and Ajay Devgn to MB Shetty and Rohit Shetty: Action choreographers and their sons in Bollywood"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৬ 
  3. "Rohit Shetty's father MB Shetty had acted in Kannada movies"The Times of India। ২০১৪-০৭-১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-১২-২২ 
  4. "I feel secure as I have Ajay and Shah Rukh: Rohit Shetty"The Times of India। ২০১৩-০৭-২৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫ 
  5. Hungama, Subhash K. Jha, Bollywood (১২ মে ২০১০)। "'Isn't it natural that Ajay & I make an action film?' - Rohit Shetty" (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 
  6. "Step-bro disowns Rohit Shetty"The Times of India। ২০১১-০৫-১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫ 

বহিঃসংযোগ সম্পাদনা