এম. এস. সুন্দরী বাই

অভিনেত্রী

মাদুরাই সৌরাষ্ট্র সুন্দরী বাই (২ মার্চ, ১৯২৩ – ১২ মার্চ, ২০০৬) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং নৃত্যশিল্পী। তিনি মূলত ১৯৪০ থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত তামিল সিনেমায় কাজ করেছিলেন।[১][২] সুন্দরী বাই ছিলেন লেখক ও পরিচালক কথামঙ্গলাম সুব্বুর স্ত্রী। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছেআদমি (১৯৩৯),[৩] মদনকামরাজন (১৯৪১), নন্দনার (১৯৪২), দাসি অপরাঞ্জি (১৯৪৪), কান্নাম্মা এন কাধালি (১৯৪৫), মিস মালিনী (১৯৪৭), চন্দ্রলেখা (১৯৪৮), আভাইয়ার (১৯৫৩), ভাঞ্জিকোত্তাই ভ্যালিবান (১৯৫৮), দেবাপিরাভি (১৯৬০), পাডিক্কাধা মেধাই (১৯৬০)[৪] এবং সিলা নেরাঙ্গালিল সিলা মানিথারগাল (১৯৭৬)।[২]

এম. এস. সুন্দরী বাই
জন্ম
মাদুরাই সৌরাষ্ট্র সুন্দরী

২ মার্চ ১৯২৩
মৃত্যু১২ মার্চ ২০০৬(2006-03-12) (বয়স ৮৩)
অন্যান্য নামসুন্দরী বাই
পেশাগায়ক, নৃত্যশিল্পী, অভিনেত্রী
দাম্পত্য সঙ্গীকথামঙ্গলাম সুব্বু (বিয়ে: ১৯৪৫–১৯৭৪)
(মৃত্যুর আগ পর্যন্ত)

জীবনী সম্পাদনা

সুন্দরী বাই ১৯২৩ সালে ভারতের মাদুরাইতে জন্মগ্রহণ করেন। তার সম্প্রদায়ের নাম ছিলো সৌরাষ্ট্র। একজন পারিবারিক বন্ধু তাকে বোম্বে (বর্তমানে মুম্বাই) পাঠানোর জন্য তার বাবা-মাকে রাজি করান। ১৯৩০-এর দশকে, তিনি একটি বিজ্ঞাপন চলচ্চিত্রে অভিনয় করেন।[২] চলচ্চিত্র প্রযোজক এসএস ভাসান প্রযোজক কৃষ্ণস্বামী সুব্রহ্মণ্যমের এমপিপিসি স্টুডিও কিনে এর নাম রাখেন জেমিনি স্টুডিও।[৫] সুন্দরী বাই স্টাফ আর্টিস্ট হিসেবে সেখানে যোগ দেন। সে স্টুডিওর প্রথম তামিল প্রযোজনা মদনকামরা (১৯৪১) চলচ্চিত্রে তিনি একটি প্রধান ভূমিকায় অভিনয় করেন। তিনি নন্দন (১৯৪২) চলচ্চিত্রে একজন বস্তির মেয়ের ভূমিকায় এবং দাসী চরিত্রে অপরাহ্ন (১৯৪৪) ছবিতে অভিনয় করে সবার নজরে আসেন। পরে তিনি কোথালাঙ্গলম সুব্বুর প্রেমে পড়েন। সুব্বু ছিলেন জেমিনি স্টুডিওর একজন লেখক, অভিনেতা এবং পরিচালক। সুন্দরী পরবর্তীতে তাকে বিয়ে করেন। ১৯৪৫ সালে সুন্দরী সুব্বুর লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলচ্চিত্র কান্নাম্মা এন কাধালিতে (১৯৪৭) এর প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। সমালোচক জরিপে উৎরে গেলেও বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্রটি। সুন্দরী এই ছবিতে দুটি গান গেয়েছিলেন যা হিট হয়েছিল। পরে তিনি চন্দ্রলেখা, সামসারাম, মুন্দ্রু পিল্লাইগাল, আভাইয়ার, ভ্যালিয়িন সেলভান, এঙ্গা ভিত্তু মহালক্ষ্মী, ভাঞ্জিকোত্তাই ভালবান, দেবাপিরাভি, নান কান্ডা সোরগাম, পাদিক্কাধা মেধাই, সিলাউদ্দারী নেগালহারান এবং পাডিক্কাধা থেইলাহারান সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন।[২]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

  • মদনকামরাজন (১৯৪১)
  • নন্দনার (১৯৪২)
  • দাসী অপরাঞ্জি (১৯৪৪)
  • কান্নাম্মা এন কাধলি (১৯৪৫)[৬]
  • মিস মালিনী (১৯৫৭)
  • চন্দ্রলেখা (১৯৪৮)
  • মুন্দ্রু পিল্লাইগাল (১৯৫২)
  • মিঃ সম্পাত (১৯৫২)
  • আভাইয়ায়ার (১৯৫৩)
  • ভ্যালিয়িন সেলভান (১৯৫৫)
  • বোমাই কল্যাণম (১৯৫৮)
  • ভাঞ্জিকোট্টাই ভ্যালিবান (১৯৫৮)
  • পথথারাই মাথু থাঙ্গাম (১৯৫৯)
  • দেবাপিরাভি (১৯৬০)
  • পদিকধা মেধাই (১৯৬০)
  • পালুম পাজহামুম (১৯৬১)
  • মনিথান মারাভিল্লাই (১৯৬২)
  • আনাই ইলম (১৯৬৩)
  • থুলসি ম্যাডাম (১৯৬৩)
  • আনন্দবন কাট্টলাই (১৯৬৪)
  • মোটর সুন্দরম পিল্লাই (১৯৬৬)
  • সেলভাম (১৯৬৬)
  • পেসুম ধীভাম (১৯৬৭)
  • উটি ভারাই উরাভু (১৯৬৭)
  • গালাট্টা কল্যাণম (১৯৬৮)
  • এন থামবি (১৯৬৮)
  • জীবনামসম (১৯৬৮)
  • কানাভান (১৯৬৮)
  • থিরুদান (১৯৬৯)
  • কানমলার (১৯৭০)
  • ইরুলুম ওলিয়ুম (১৯৭১)
  • থাঙ্গাইক্কাগা (১৯৭১)
  • থেনুম পালুম (১৯৭১)
  • উত্তরবিন্দ্রি উল্লে ভা (১৯৭১)
  • পিল্লাইও পিল্লাই (১৯৭২)
  • অরঙ্গেট্রাম (১৯৭৩)
  • নিনিতাধাই মুদিপ্পাবন (১৯৭৫)
  • সিলা নেরাঙ্গালিল সিলা মনিথারগাল (১৯৭৬)
  • নিজল নিজামগিরাধু (১৯৭৮)

তথ্যসূত্র সম্পাদনা

  1. K S Sivakumaran (১৪ ডিসেম্বর ২০১১)। "Forgotten Tamil actresses"Daily News। ২২ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  2. Randor Guy (২৪ মার্চ ২০০৬)। "Charming, villainous"The Hindu। ১৫ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  3. "Aadmi 1939"indiavideo.org। India Video। ৬ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  4. Malathi Rangarajan (১১ নভেম্বর ২০১০)। "Emotional recall"The Hindu। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  5. "Madanakamarajan (1941)"The Hindu (ইংরেজি ভাষায়)। ৮ অক্টোবর ২০০৯। আইএসএসএন 0971-751X। ১৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  6. "Cinema Plus / Columns : Kannamma En Kaathali 1945"The Hindu। ৯ মে ২০০৮। ২২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা