এম. এস. নারায়ণ

ভারতীয় অভিনেতা

এম. এস. নারায়ণ (১৬ এপ্রিল ১৯৫১ – ২৩ জানুয়ারী ২০১৫) হলেন তেলুগু ভাষার চলচ্চিত্রের একজন প্রবীণ ভারতীয় অভিনেতা।[১] তিনি সাধারণত তার কৌতুকাভিনয়ের জন্য অধিক পরিচিত। ২৩ জানুয়ারি ২০১৫ সালে জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন এই মহান অভিনেতা মাল্টি ওরগান ফেইলের কারণে হায়দ্রাবাদে মৃত্যুবরণ করেন।[২]

এম. এস. নারায়ণ
জন্ম
মাইলাভারাপু সুরিয়া নারায়াণা

(১৯৫১-০৪-১৬)১৬ এপ্রিল ১৯৫১
মৃত্যু২৩ জানুয়ারি ২০১৫(2015-01-23) (বয়স ৬৩)
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, পরিচালক
দাম্পত্য সঙ্গীএম. ভি. কালা প্রপর্ণা
সন্তানসাসি কিরণ, বিক্রম
পিতা-মাতামাইলাভারাপু বাপি রাজু
পুরস্কারডকুডুর জন্য পান ফিল্মফেয়ার পুরস্কার– সেরা সহকারী অভিনেতা।
৫টি নন্দী পুরস্কার
২টি সিনেগোরস পুরস্কার
বি. এ. একাডেমী - সেরা কৌতুকাভিনয় পুরস্কার

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

Below are the selected filmography of M. S. Narayana.

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

নন্দী পুরস্কার
ফিল্মফেয়ার পুরস্কার (দক্ষিণ)
সিনেমা পুরস্কার
  • সিনেমা পুরস্কার – সেরা অভিনেতা (বিচারক বিবেচনায়) - ডকুডু (২০১১)

গিনেস রেকর্ড সম্পাদনা

নারায়ণ টলিউডে তার কৌতুকাভিনয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেন। দিলীপ কুমারপ্রিয়াল গর তারকাধারিত সাহেবা শুভ্রাম্মনিয়াম ছবির প্রচারণাকালে , তিনি দাবি করেন ১৯৯৭ সালে ৪৬ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন। তখন থেকে, ১৭ বছরের কম সময়টিতে তিনি ৭০০টিরও বেশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। পরে চিন্তা করেন ১৭ বছরের সময়কালে ব্রহ্মানন্দম ৭০০টিরও বেশি ছবি দিয়ে গিনেস বিশ্ব রেকর্ড করেন, যেখানে তিনি একই পরিমাণ ছবি করেন মাত্র ১৫ বছরে। পরে তার বন্ধুরা গিনেস রেকর্ডস একাডেমীতে আবেদন করেন তার পরিচিতির জন্য।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা