এফআরএম নাজমুল আহসান

বাংলাদেশী আইনজীবী

এফআরএম নজমুল আহাসান (১৫ ফেব্রুয়ারি ১৯৫৫ – ৪ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন একজন বাংলাদেশী আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বিচারক।

এফআরএম নাজমুল আহসান
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
জীবিকাবিচারক

প্রাথমিক জীবন সম্পাদনা

আহাসান ১৯৫৫ সালের ১৫ই ফেব্রুয়ারি পাকিস্তান জন্মগ্রহণ করেন।[১] স্নাতকোত্তর শেষ করার পর তিনি আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

১৯৮৬ সালের ১৮ মার্চ আহসান জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।[১] ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগে এবং ২০০৯ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগে আইনজীবী হন।[১] তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।[৩] ২০১০ সালের ১৮ এপ্রিল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল পূর্ণ বিচারক হন।[১] ২৯ আগস্ট ২০১৯ তারিখে হাসান এবং বিচারপতি কে. এম. কামরুল কাদের একটি রায় জারি করেন যে , শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি বাংলাদেশের সকল আদালত কক্ষে স্থাপন করা বাধ্যতামূলক।[৪]

২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আহসান ও বিচারপতি কে. এম. কামরুল কাদের একটি রায় জারি করেন , যাতে সরকারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্মরণে ৭ মার্চকে 'ঐতিহাসিক জাতীয় দিবস' হিসেবে পালন করতে বলা হয়।[৫] আহসান ও বিচারপতি কে. এম. কামরুল কাদের ২০২০ সালের ১০ মার্চ একটি রায় জারি করেন, যেখানে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা ঘোষণা করা হয়।[৬]

২০২০ সালের ৮ ডিসেম্বর হাসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান স্মৃতিসৌধগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারকে একটি আদেশ জারি করেন।[৭] ২০২২ সালের ৯ জানুয়ারি আহসানকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক করা হয়।[৮] তিনি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি অবসর গ্রহণের এক মাস দূরে ছিলেন যখন তিনি পদোন্নতি পেয়েছিলেন।[২][৯]

মৃত্যু সম্পাদনা

আহাসান কোভিড-১৯ জটিলতায় ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি ৬৬ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল মারা যান।[১০][১১] ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সুপ্রীম কোর্ট আহাসানের স্মরণে আদালতের সমস্ত কার্যক্রম স্থগিত করে।[১২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Newly appointed Appellate Division justice Nazmul Ahasan dies"Prothomalo (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  2. "Justice Nazmul Ahasan, who was poised to become an Appellate Division judge, dies from COVID complications"bdnews24.com। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "Justice Nazmul Ahasan dies of Covid-19"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "HC directs to display Bangabandhu's portrait at all courts"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  5. "HC orders to declare March 7 'Historic National Day'"newsnow24 (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  6. "High Court declares 'Joy Bangla' as the national slogan"Dhaka Tribune। ১০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  7. "Ensure security of Bangabandhu monuments"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  8. "Justice FRM Nazmul Ahasan dies"Risingbd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  9. "Justice Nazmul Ahasan dies of Covid-19"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  10. "Justice FRM Nazmul Ahasan passes way"www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  11. "Law minister mourns death of Justice FRM Nazmul Ahasan | News"BSS। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২ 
  12. "Death of Nazmul Ahasan: SC suspends judicial activities today - National - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২২