এনবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল

এনবিসি নিউজ হল যুক্তরাষ্ট্রের সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির সংবাদ বিভাগ। বিভাগটি এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন এন্ড স্ট্রিমিং-এর অধীনে কাজ করে। এনবিসি ইউনিভার্সাল নিউজ গ্রুপ এমএসএনবিসি নেটওয়ার্কের ২৪-ঘন্টা সাধারণ সংবাদ চ্যানেল, বাণিজ্যভিত্তিক সংবাদ চ্যানেল সিএনবিসি এবং সিএনবিসি ওয়ার্ল্ড, স্পেনীয় ভাষার চ্যানেল নোটিসিয়াস টেলিমুন্ডো এবং যুক্তরাজ্যভিত্তিক সংবাদ চ্যানেল স্কাই নিউজ পরিচালনা করে।[১]

এনবিসি নিউজ
এনবিসি নিউজ লোগো
উদ্বোধন২১ ফেব্রুয়ারি ১৯৪০; ৮৪ বছর আগে (1940-02-21)
মালিকানাএনবিসি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
প্রধান কার্যালয়রকেফেলের ভবন,নিউ ইয়র্ক,যুক্তরাষ্ট্র
ওয়েবসাইটnbcnews.com
এনবিসি নিউজ লোগো ১৯৫৯-১৯৭২

এনবিসি নিউজ ২১ ফেব্রুয়ারি, ১৯৪০-এ আমেরিকান সম্প্রচার টেলিভিশনের ইতিহাসে প্রথম নিয়মিত সংবাদ অনুষ্ঠান প্রচার করে। এটির সদরদপ্তর নিউইয়র্কের রকেফেলার প্লাজায় অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নিয়মিত টেলিভিশন সংবাদ টেলিভিশন চ্যানেল হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ২১ ফেব্রুয়ারি, ১৯৪০-এ এনবিসি নিউজ চালু হয়েছিল। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Brands, NBCUNIVERSAL MEDIA"www.nbcuniversal.com 
  2. Thomas, Lowell (১৯৭৭)। So Long Until Tomorrow । New York: Wm. Morrow and Co। পৃষ্ঠা 17–19। আইএসবিএন 0-688-03236-2