এঙ্গেলসবার্গ লৌহ কারখানা

লৌহ কারখানা

এঙ্গেলসবার্গ লৌহ কারখানা সুইডেনের ভেস্তম্যানলান্ডে ফাগেরস্তা পৌরসভায় অধীনস্থ অ্যাঞ্জেলসবার্গ নামক গ্রামে অবস্থিত একটি লৌহ কারখানা। পের লারসন গিলেনহুক (১৬৪৫ - ১৭০৬) ১৬৮১ সালে এটি প্রতিষ্ঠা করেন ও সপ্তদশ থেকে অস্টদশ শতাব্দীর মধ্যে বিশ্বের অন্যতম আধুনিক লৌহ কারখানা হিসেবে গড়ে তোলেন। এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নথিভূক্ত।

এঙ্গেলসবার্গ লৌহ কারখানা
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
মানদণ্ডসাংস্কৃতিক: ৪
সূত্র৫৫৬
তালিকাভুক্তকরণ১৯৯৩ (সপ্তদশতম সভা)

নাম সম্পাদনা

এঙ্গেলসবার্গ লৌহ কারখানা নাম এঙ্গেলিকার নামে রাখা হয়। ওনার জন্ম জার্মানিতে এবং উনি চতুর্দশ শতাব্দী থেকে এঙ্গেলসবার্গ-এ লোহা তৈরী করছেন।[১]

ইতিহাস সম্পাদনা

এই অঞ্চলে নূনতম ত্রয়োদশ শতাব্দী থেকে লোহা উৎপাদন করা হচ্ছে। স্থানীয় চাষীরা নিজেরাই আকরিক খনন করে প্রাচীন চুল্লিতে লোহা উৎপাদন করতেন। [২]

ষষ্ঠদশ শতাব্দীর শেষের দিক থেকে আধুনিক পদ্ধতি চালু করা হয় এবং তার পর থেকে উৎপাদন বাড়তে থাকে। [২]

বর্ণনা সম্পাদনা

সংরক্ষিত ভবনগুলির মধ্যে একটি প্রাসাদ, পরিদর্শকের বাড়ি এবং বিস্ফোরিত অগ্নিকুন্ড সমেত একটি ধাতু বিগলন কেন্দ্র আছে।[২]

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান সম্পাদনা

এঙ্গেলসবার্গ লৌহ কারখানা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ১৯৯৩ সালে এটি নথিভূক্ত করা হয়।[৩] ইউনেস্কো থেকে মন্তব্য করা হয় -

(সুইডেনের উন্নত মানের লোহা উৎপাদন ক্ষমতা ওদের সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে এই বিভাগে অগ্রণী বানিয়েছিল। এই প্রকার সুইডিশ লৌহ কারখানার সবথেকে ভালো সংরক্ষিত ও সম্পন্ন নমুনা এখানে দেখা যায়।)

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা