এখলাস উদ্দিন আহমদ

বাংলাদেশী রাজনীতিবিদ

এখলাস উদ্দিন আহমদ (১০ অক্টোবর ১৯৩২–১২ জুন ১৯৮৫) বাংলাদেশের নড়াইল জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন যশোর-১২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১]

এখলাস উদ্দিন আহমদ
যশোর-১২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম১০ অক্টোবর ১৯৩২
নড়াইল জেলা
মৃত্যু১২ জুন ১৯৮৫
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানকবিরুল হক

প্রাথমিক জীবন সম্পাদনা

এখলাস উদ্দিন আহমদ ১০ অক্টোবর ১৯৩২ নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছেলে কবিরুল হক নড়াইল-১ আসনের সংসদ সদস্য।

রাজনৈতিক জীবন সম্পাদনা

এখলাস উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।[২] ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।[৩] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

মৃত্যু সম্পাদনা

এখলাস উদ্দিন আহমদ ১২ জুন ১৯৮৫ মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. "নড়াইলের নড়াগাতীতে বিক্ষোভ সমাবেশ"উত্তরাধিকার ৭১ নিউজ। ১২ সেপ্টেম্বর ২০১৫। ৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  3. ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (১০ ডিসেম্বর ২০১৩)। "১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০