এক্সেল এবং এইগিল এক্সগিল

এক্সেল এক্সগিল (৩ এএপ্রিল ১৯৯৫– ২৯ অক্টোবর ২০১১) এবং এইজিল এক্সগিল (Eigil Axgil) (২৪ এপ্রিল ১৯২২- ২২ সেপ্টেম্বর ১৯৯৫) হচ্ছেন ড্যানিশ সমকামী আন্দোলনকর্মী এবং বহুসময় ধরে জুটিবদ্ধ দম্পতি। তারাই ১৯৮৯ সালে ডেনমার্কে সমকামী দম্পত বৈধতা পাবার পর প্রথম সমকামী নিবন্ধিত দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেন। তারা দুইজনই নিজেদের নামের শেষাংশে এক্সগিল হিসেবে সংযোজন করেন।

এক্সেল এক্সগিল
১৯৫০ সালে এইগিল এবং এক্সেল এইগিল
জন্ম
এক্সেল লুন্দাহল-ম্যাডসেন

এপ্রিল ৩, ১৯১৫
মৃত্যু২৯ অক্টোবর ২০১১
এইজিল এক্সগিল
জন্ম
এইজিল এক্সগিল্ডসেন

১৯২২, ২৪ এপ্রিল
মৃত্যু২২ সেপ্টেম্বর ১৯৯৫

জীবনী সম্পাদনা

এক্সেল জন্মেছেন এক্সেল লুনদাহল-ম্যাডসেন নামে এবং এইজিন জন্মেছিলেন এইগিল এসকিলদসেন নামে। উভয়েই যুক্তরাজ্যের ১৯৪৮ সালের মানবাধিকার অধিকার ঘোষণায় অনুপ্রাণিত হন। একত্রে এবং আরো কিছু বন্ধুরা মিলে প্রতিষ্ঠা করেন এফ-৪৮ বা Forbundet af 1948 (১৯৪৮ এর সংগঠন); যা ডেনমার্কের প্রথম পুরুষকামী অধিকার সংগঠন। ১৯৫১ তে এফ-৪৮ এর সদস্য গিয়ে দাড়ায় ১৩৩৯ এ এবং তার শাখা সুইডেন এবং নরওয়েতে ছড়িয়ে পরে। ১৯৮৫ সালে এফ-৪৮ ড্যানিস জাতীয় সংগঠন অব গে এন্ড লেসবিয়ান (Landsforeningen for Bøsser og Lesbiske, Forbundet af 1948 or LBL) হয়। এই দম্পতি ভেনেন (বন্ধু) নামে একটি সাময়িকী প্রকাশ করা শুরু করেন।

১৯৮৯ সালে ডেনমার্ক বিশ্বে প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের সঙ্গী থাকার বিষয়টিকে স্বীকৃতি দেয়। এটি বিপরীত লিঙ্গের মানুষরা যে বিবাহ করেন; তার সমমর্যাদার না হলেও কাছাকাছি। ১৯৮৯ সালের ১ অক্টোবর এক্সগিল এবং অন্য আরো দশজন দম্পতি কোপেনহেগেনের মেয়র টম এহেলবার্গের তত্বাবধানে সিটি হলে বিবাহ করেন। যা; সেসময়ের সকল গণমাধ্যম শিরোনাম করেছিল। এক্সগিল রা ৪০ বছর ধরে দম্পতি ছিলেন। ২০১৩ সালে, এক্সেল এক্সগিল ইকুয়েলিটি ফোরাম হিসেবে নামান্বিত হন।[১]

মৃত্যু সম্পাদনা

এইগিল এক্সগিল ৭৩ বছর বয়সে ১৯৯৫ সালের ২২শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

এক্সেল এক্সগিল ২০১১ সালের ২৯শে অক্টোবর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "LGBT History Month 2013 Icons Announced – Equality Forum"equalityforum.com। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৫ 
  • Kaj Erik Nielsen (২০০৮)। "Da Kinsey-rapporten kom til Danmark 1948"zaurits-bureau (Danish ভাষায়)। ২০১১-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭ 
  • Rex Wockner (২১ জুন ২০০৭)। "World's First Gay Marriage"The Stranger। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা