একসংকর জনন বংশগতি বিদ্যার একটি সুপরিচিত অধ্যায়। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে, তাকে একসংকর জনন বলে।[১][২] এটি ঘটানোর জন্য একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীব নেওয়া হয়, যারা হোমোজাইগাস প্রকৃতির হয়।

উদাহরণ সম্পাদনা

 

উপরের ছবিতে লাল আর সাদা রং বিশিষ্ট দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানো হয়েছে। এখানে লাল প্রকট বৈশিষ্ট্য ও সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য

  • 1 দ্বারা জনিতৃ জনু (Parental generation বা P জনু) বোঝানো হয়েছে।
  • 2 দ্বারা প্রথম অপত্য জনু (First filial generation বা F1 জনু) বোঝানো হয়েছে।
  • 3 দ্বারা দ্বিতীয় অপত্য জনু (Second filial generation বা F2 জনু) বোঝানো হয়েছে।

P জনুর মধ্যে লাল বর্ণের জীবটির জিনোটাইপ RR ও সাদা বর্ণের জন্য WW। এখানে R প্রকট অ্যালিল ও W প্রচ্ছন্ন অ্যালিল। সংকরায়ণের ফলে উৎপন্ন প্রতিটি অপত্যতে (F1) RW জিনোটাইপে R প্রকট হওয়ার জন্য লাল রঙের প্রকাশ ঘটেছে।

আবার F1 জনুর দুটি অপত্যের মধ্যে সংকরায়ণ ঘটানোর ফলে F2 জনুতে জিনগত সমাহার অনুযায়ী ৭৫% লাল ও ২৫% সাদা রঙের জীব তৈরী হয়েছে।

ব্যবহার সম্পাদনা

এটি মূলত দুটি অ্যালিলের মধ্যে কোনটি প্রকট তা নির্ধারণে সাহায্য করে।

ফিনোটাইপ ও জিনোটাইপ সম্পাদনা

  • ফিনোটাইপিক অনুপাত = ৩:১
  • জিনোটাইপিক অনুপাত = ১:২:১

মেন্ডেলের পরীক্ষা সম্পাদনা

বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছ (Pisum sativum) নিয়ে গবেষণা করেন ও বহু বৈশিষ্ট্যের ভিত্তিতে একসংকর জনন সম্পন্ন করেন। বৈশিষ্ট্যগুলি ছিল:

বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন
উচ্চতা লম্বা বেঁটে
ফলের আকৃতি নিটোল/পরিপুষ্ট কুঞ্চিত
ফলের রং সবুজ হলুদ
ফুলের রং বেগুনি সাদা
ফুলের অবস্থান কাক্ষিক অগ্রস্থ
বীজের রং হলুদ সবুজ
বীজের আকৃতি গোলাকার কুঞ্চিত

এদের প্রত্যেকটিকে নিয়ে একসংকর জনন সম্পন্ন করা সম্ভব।

P জনু

জনিতৃ জনুতে মেন্ডেল দুটি উদ্ভিদ নেন, যাদের একটির উচ্চতা অপরটির তুলনায় বেশি। দুটোই হোমোজাইগাস প্রকৃতির হবার জন্য লম্বা উদ্ভিদের জিনোটাইপ TT ও বেঁটে উদ্ভিদের জিনোটাইপ tt। ছক অনুসারে T (লম্বা) প্রকট ও t (বেঁটে) প্রচ্ছন্ন অ্যালিল। দুটির যেকোনো একটিকে স্ত্রী ও অপরটিকে পুংলিঙ্গের নেওয়া হল। এদের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনু সৃষ্টি হয়।

P জনুর গ্যামেট
(লম্বা)
P জনুর
গ্যামেট
(বেঁটে)
T T
t Tt Tt
t Tt Tt
ফলাফল: ১০০% সংকর লম্বা
F1 জনু

প্রথম অপত্য জনুতে প্রতিটিই Tt (হেটেরোজাইগাস) হল। T প্রকট হবার জন্য প্রতিটিই লম্বা হল। এবার Tt প্রকৃতির দুটি বিপরীত লিঙ্গের উদ্ভিদ নিয়ে সংকরায়ণ করা হল। ফলাফল নীচের চেকার বোর্ডে দেখা যাবে:

F1 জনুর গ্যামেট
F1 জনুর
গ্যামেট
T t
T TT Tt
t Tt tt
ফলাফল:
২৫% বিশুদ্ধ লম্বা
৫০% সংকর লম্বা
২৫% বিশুদ্ধ বেঁটে
F2 জনু

উপরের চেকার বোর্ড থেকেই বোঝা যাচ্ছে যে,

  • ফিনোটাইপিক অনুপাত = লম্বা:বেঁটে = ৩:১
  • জিনোটাইপিক অনুপাত = বিশুদ্ধ লম্বা:সংকর লম্বা:বিশুদ্ধ বেঁটে = ১:২:১

অন্যান্য ব্যবহার সম্পাদনা

ব্যতিক্রম সম্পাদনা

গুরুত্ব সম্পাদনা

মেন্ডেল এখান থেকে তার পৃথকভবনের সূত্র পান।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Solomon, Eldra Pearl; Linda R. Berg; Diana W. Martin (ফেব্রুয়ারি ২০০৪)। Biology। Cengage Learning। আইএসবিএন 978-0-534-49276-2 
  2. Campbell, Neil A. (২০০৬)। Biology: concepts & connections। Pearson/Benjamin Cummings। আইএসবিএন 978-0-8053-7160-4