একমা ইন্টারন্যাশনাল

তথ্য ও যোগাযোগ ব্যবস্থার মানদণ্ড প্রণয়নকারী সংগঠন

একমা ইন্টারন্যাশনাল (ইংরেজি: Ecma International, উচ্চারণ: /ˈɛkmə/) হলো তথ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য একটি অলাভজনক মানদণ্ড প্রণয়নকারী সংগঠন।[১] ১৯৯৪ সালে ইউরোপীয় কম্পিউটার নির্মাতা সংস্থা (European Computer Manufacturers Association, সংক্ষেপে ECMA) প্রতিষ্ঠানটির কার্যক্রমকে বিশ্বব্যাপী সম্প্রসারণের জন্য তার নাম পরিবর্তন করে রাখে একমা (Ecma) । ফলস্বরূপ, নামটি আর সংক্ষিপ্তরূপ হিসাবে বিবেচিত হয় না এবং নামটিকে আর সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখার প্রয়োজন হয় না।

একমা ইন্টারন্যাশনাল
Ecma International
একমা ইন্টারন্যাশনালের লোগো
একমা ইন্টারন্যাশনালের লোগো
গঠিত১৯৬১; ৬৩ বছর আগে (1961)
ধরনমানদণ্ড প্রণয়নকারী সংগঠন
উদ্দেশ্যতথ্য ও যোগাযোগ ব্যবস্থার মানদণ্ড প্রণয়ন করা
সদরদপ্তরজেনেভা, সুইজারল্যান্ড
যে অঞ্চলে
বিশ্বব্যাপী
দাপ্তরিক ভাষা
ইংরেজি
ওয়েবসাইটwww.ecma-international.org

ইউরোপে কম্পিউটার সিস্টেমকে মানসম্মত করার লক্ষ্যে ১৯৬১ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বব্যাপী বিভিন্ন ছোট-বড় প্রতিষ্ঠান যারা কম্পিউটার বা যোগাযোগ ব্যবস্থা উৎপাদন, বাজারজাতকরণ বা বিকাশ করে তাদের জন্য এই সংগঠনের সদদ্যপদ উন্মুক্ত। এটি জেনেভায় অবস্থিত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mission - Ecma International"একমা ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা