এইচএস রঙ্কা বা হরি সিং রঙ্কা (জন্ম: ৩ নভেম্বর ১৯৩৯) ভারতের রাজস্থান রাজ্যের একজন শিল্পপতি। তিনি মডার্ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। [১] তিনি রাজস্থানের ভিলওয়ারা শহরের বাসিন্দা। রঙ্কা ১৯৭৩ সালে মডার্ন উলেনস প্রতিষ্ঠা করেছিলেন। মডার্ন গ্রুপে মডার্ন থ্রেডস, মডার্ন ইনসুলেটরস, মডার্ন সিনটেক্স, মডার্ন স্যুটিংস, মডার্ন পেট্রোফিল, মডার্ন পেট্রোকেমিক্যালস এবং মডার্ন ডেনিম সংস্থাগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

রঙ্কা ১৯৫৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। [২]

রাজস্থানে শিল্পায়নের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ১৯৭৮ সালে রঙ্কা ভারত সরকারের 'উদ্যোগ পত্র' পুরস্কার এবং ১৯৮০ সালে রাজস্থান ফিনান্সিয়াল কর্পোরেশনের (আরএফসি) সিলভার শিল্ড পেয়েছেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Vasudeva, P. K. (২০০০)। India and World Trade Organisation: Planning and Development। APH Publishing। পৃষ্ঠা 238–। আইএসবিএন 9788176482059। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১২ 
  2. "H S Ranka Past president"Mewar chamber of commerce and Industry। ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪ 
  3. "Mr H S Ranka Past President 1975-1977"mccibhilwara.com। Mewar Chamber of Commerce & Industry। ৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৬