উয়েফা ইউরো ২০২০ গ্রুপ বি

উয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ বি-এর সকল ম্যাচ ২০২১ সালের ১২ হতে ২১শে জুন তারিখ পর্যন্ত ডেনমার্কের কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়াম এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্রেস্তভস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।[১] এই গ্রুপে এই আসরের অন্যতম আয়োজক ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম এবং এই আসরের অন্যতম আয়োজক রাশিয়া একে অপরের মুখোমুখি হয়েছে।[২] দুই আয়োজক দেশ ডেনমার্ক এবং রাশিয়ার মধ্যকার ম্যাচটি ডেনমার্কের পার্কেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বেলজিয়াম বনাম রাশিয়া ম্যাচে দ্বিতীয় গোলটি করেন বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় তমা মোনিয়ে (১৫ নম্বর জার্সি)

দল সম্পাদনা

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য বাছাইপর্বে
অবস্থান
[টীকা ১]
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
বি১   ডেনমার্ক (আয়োজক) গ্রুপ ডি রানার-আপ ১৮ নভেম্বর ২০১৯ ৯ম ২০১২ চ্যাম্পিয়ন (১৯৯২) ১৫ ১০
বি২   ফিনল্যান্ড গ্রুপ জে রানার-আপ ১৫ নভেম্বর ২০১৯ ১ম অভিষেক ২০ ৫৪
বি৩   বেলজিয়াম গ্রুপ আই চ্যাম্পিয়ন ১০ নভেম্বর ২০১৯ ৬ষ্ঠ ২০১৬ রানার-আপ (১৯৮০)
বি৪   রাশিয়া[টীকা ২] (আয়োজক) গ্রুপ আই রানার-আপ ১৩ অক্টোবর ২০১৯ ১২তম ২০১৬ চ্যাম্পিয়ন (১৯৬০) ১২ ৩৮

টীকা

  1. এই অবস্থানগুলো ২০১৯ সালের নভেম্বর মাস অনুযায়ী, কেননা নভেম্বর মাসে ইউরোপীয় বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  2. ১৯৬০ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হিসেবে এবং ১৯৯২ সালে সিআইএস হিসেবে প্রতিযোগিতা করেছে।

পয়েন্ট টেবিল সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  বেলজিয়াম +৬ নকআউট পর্বে উত্তীর্ণ
  ডেনমার্ক (H) +১ [ক]
  ফিনল্যান্ড −২ [ক]
  রাশিয়া (H) −৫ [ক]
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।
টীকা:
  1. হেড-টু-হেড পয়েন্টে সমতা (৩)। হেড-টু-হেড গোল পার্থক্য: ডেনমার্ক +২, ফিনল্যান্ড ০, রাশিয়া −২।

১৬ দলের পর্বে,[৩]

  • গ্রুপ বি-এর প্রথম স্থান অধিকারী দল (বেলজিয়াম) গ্রুপ এফ-এর তৃতীয় স্থান অধিকারী দলের (পর্তুগাল) মুখোমুখি হবে।
  • গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দল (ডেনমার্ক) গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের (ওয়েলস) মুখোমুখি হয়েছে।

ম্যাচ সম্পাদনা

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। বাকুতে অনুষ্ঠিত ম্যাচের জন্য স্থানীয় সময় (এমএসকে, ইউটিসি+৩) উল্লেখ করা হয়েছে।

ডেনমার্ক বনাম ফিনল্যান্ড সম্পাদনা

৪৩তম মিনিটে ডেনীয় মধ্যমাঠের খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেন হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মাঠে পড়ে যাওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়েছিল। এরিকসেনকে রিগসহাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তিনি স্থিতিশীল ছিলেন।[৪][৫][৬] উয়েফা খেলোয়াড়দের ম্যাচটি পুনরায় শুরু করার জন্য দুটি বিকল্প দিয়েছিল, হয় সন্ধ্যার পর অথবা পরের দিন ১২:০০ সিইএসটি-তে পুনরায় খেলা শুরু করার জন্য। এরিকসেন স্থিতিশীল আছেন বলে নিশ্চিত হওয়ার পরেই ডেনমার্কের দল সেদিন সন্ধ্যায় ম্যাচ চালিয়ে যেতে সম্মত হয়েছিল।[৭] ম্যাচটি ২০:৩০ মিনিটে পুনরায় শুরু হয়েছিল, প্রথমার্ধের শেষ চার মিনিট খেলার পর পাঁচ মিনিটের বিরতি দিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হয়েছিল।[৮]

 
 
 
 
 
 
 
 
 
 
ডেনমার্ক[১০]
 
 
 
 
 
 
 
 
 
 
ফিনল্যান্ড[১০]
গো ক্যাসপার স্মাইকেল
রা.ব্যা. ১৮ ড্যানিয়েল ভ্যাস   ৭৬'
সে.ব্যা. সিমোন কেয়ার (অধি:)   ৬৩'
সে.ব্যা. অ্যান্দ্রেয়াস ক্রিস্টেনসেন
লে.ব্যা. ইওয়াকিম ম্যালে
সে.মি. ১০ ক্রিস্টিয়ান এরিকসেন   ৪৩'
সে.মি. ২৩ পিয়ের-এমিল হোইবিয়ার্গ
সে.মি. টমাস ডেলেনি   ৭৬'
রা.উ. ২০ ইউসুফ পোলসেন
সে.ফ. ১৯ ইয়োনাস উইন্ড   ৬৩'
লে.উ. মার্টিন ব্র্যাথওয়েট
বদলি খেলোয়াড়:
২৪ মাটিয়াস ইয়েনসেন   ৪৩'
১১ অ্যান্দ্রেয়াস স্কভ ওলসেন   ৬৩'
ইয়ানিক ভেস্টারগার্ড   ৬৩'
১৭ ইয়েন্স স্ট্রিগার লারসেন   ৭৬'
২১ অ্যান্দ্রেয়াস কোর্নেলিউস   ৭৬'
ম্যানেজার:
  ক্যাসপার ইয়ুলম্যান্দ
গো লুকাশ রাদেৎস্কি
সে.ব্যা. ইয়োনা তোইভিয়ো
সে.ব্যা. পাউলুস আরাইউরি
সে.ব্যা. ড্যানিয়েল ও'শনেসি
ডি.মি. ১৪ টিম স্পার্ভ (অধি:)   ৫১'   ৭৬'
সে.মি. রবিন লুদ   ৪'
সে.মি. গ্লেন কামারা
রা.উ. ২২ ইয়ুক্কা রাইতালা   ৯০'
লে.উ. ১৮ ইয়েরে উরোনেন
সে.ফ. ২০ ইয়োয়েল পোহিয়ানপালো   ৮৪'
সে.ফ. ১০ তেমু পুক্কি   ৭৬'
বদলি খেলোয়াড়:
১১ রাসমুস শুলার   ৭৬'
১৯ ইয়োনি কাউকো   ৭৬'
২৬ মার্কুস ফর্স   ৮৪'
লেও ভাইসানেন   ৯০'
ম্যানেজার:
  মার্কু কানেরভা

ম্যান অব দ্য ম্যাচ:
ক্রিস্টিয়ান এরিকসেন (ডেনমার্ক)[১১]

সহকারী রেফারি:[১০]
গ্যারি বেসউইক (ইংল্যান্ড)
অ্যাডাম নান (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
জান্দ্রো শ্যারার (সুইজারল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফান দে আলমেইদা (সুইজারল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস কাভানাগ (ইংল্যান্ড)
ফিলিপ্পো মেলি (ইতালি)
মার্কো দি বেল্লো (ইতালি)

বেলজিয়াম বনাম রাশিয়া সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
বেলজিয়াম[১৩]
 
 
 
 
 
 
 
 
 
 
রাশিয়া[১৩]
গো থিবো কোর্তোয়া
সে.ব্যা. টবি অল্ডারওয়েরেল্ট
সে.ব্যা. দেদ্রিক বোয়াতা
সে.ব্যা. ইয়ান ভের্টোনেন (অধি:)   ৭৭'
রা.মি. ২১ টিমোথি কাস্তায়নে   ২৭'
সে.মি. ১৯ লেয়ান্ডার ডেন্ডনকার
সে.মি. ইউরি তিলেমান্স
লে.মি. ১৬ তোরগান আজার
রা.ফ. ১৪ ড্রিস মের্টেনস   ৭২'
সে.ফ. রোমেলু লুকাকু
লে.ফ. ১১ ইয়ানিক কারাস্কো   ৭৭'
বদলি খেলোয়াড়:
১৫ তমা মোনিয়ে   ২৭'
১০ এদেন আজার   ৭২'
টমাস ভের্মালেন   ৭৭'
২৬ ডেনিস প্রাট   ৭৭'
ম্যানেজার:
  রোবের্তো মার্তিনেস
গো আন্তোন শুনিন
রা.ব্যা. মারিও ফের্নান্দেস
সে.ব্যা. আন্দ্রেই সিমেয়োনভ
সে.ব্যা. ১৪ গেওর্গি ঝিকিয়া
লে.ব্যা. ১৮ ইউরি ঝিরকভ   ৪৩'
সে.মি. মাগোমেদ ওজদোয়েভ
সে.মি. দিমিত্রি বারিনভ   ৪৬'
রা.উ. ১১ রোমান জবনিন   ৬৩'
অ্যা.মি. ১৭ আলেকসান্দ্র গোলোভিন
লে.উ. ২৩ দালের কুজিয়ায়েভ   ২৯'
সে.ফ. ২২ আর্তেম জিউবা (অধি:)
বদলি খেলোয়াড়:
দেনিস চেরিশেভ   ২৯'   ৬৩'
ভিয়াচেস্লাভ কারাভায়েভ   ৪৩'
ইগর দিভেয়েভ   ৪৬'
২৬ মাকসিম মুখিন   ৬৩'
১৫ আলেকসেই মিরানচুক   ৬৩'
ম্যানেজার:
  স্তানিস্লাভ চের্চেসভ

ম্যান অব দ্য ম্যাচ:
রোমেলু লুকাকু (বেলজিয়াম)[১১]

সহকারী রেফারি:[১৩]
পাউ সেব্রিয়ান দেভিস (স্পেন)
রোবের্তো দিয়াস পেরেস দেল পালোমার (স্পেন)
চতুর্থ রেফারি:
ফের্নান্দো রাপায়িনি (আর্জেন্টিনা)
সংরক্ষিত সহকারী রেফারি:
হুয়ান পাবলো বেলাত্তি (আর্জেন্টিনা)
ভিডিও সহকারী রেফারি:
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
জোয়াও পিনেইরো (পর্তুগাল)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)

ফিনল্যান্ড বনাম রাশিয়া সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
ফিনল্যান্ড[১৫]
 
 
 
 
 
 
 
 
 
 
রাশিয়া[১৫]
গো লুকাশ রাদেৎস্কি
সে.ব্যা. ইয়োনা তোইভিয়ো   ৮৫'
সে.ব্যা. পাউলুস আরাইউরি (অধি:)
সে.ব্যা. ড্যানিয়েল ও'শনেসি   ৯০'
সে.মি. ১১ রাসমুস শুলার   ৬৭'
সে.মি. গ্লেন কামারা   ২২'
রা.উ. ২২ ইয়ুক্কা রাইতালা   ৭৫'
অ্যা.মি. রবিন লুদ
লে.উ. ১৮ ইয়েরে উরোনেন
সে.ফ. ১০ তেমু পুক্কি   ৭৫'
সে.ফ. ২০ ইয়োয়েল পোহিয়ানপালো
বদলি খেলোয়াড়:
১৯ ইয়োনি কাউকো   ৬৭'
১৩ পুরু সোইরি   ৭৫'
২১ লাসসি লাপ্পালাইনেন   ৭৫'
ফ্রেদ্রিক ইয়েনসেন   ৮৫'
ম্যানেজার:
  মার্কু কানেরভা
গো ১৬ মাতভেই সাফানভ
রা.ব্যা. মারিও ফের্নান্দেস   ২৬'
সে.ব্যা. ইগর দিভেয়েভ
সে.ব্যা. ১৪ গেওর্গি ঝিকিয়া   ৮৮'
লে.ব্যা. ২৩ দালের কুজিয়ায়েভ
সে.মি. ১১ রোমান জবনিন
সে.মি. দিমিত্রি বারিনভ   ২৭'
সে.মি. মাগোমেদ ওজদোয়েভ   ৩৪'   ৬১'
রা.ফ. ১৫ আলেকসেই মিরানচুক   ৮৫'
সে.ফ. ২২ আর্তেম জিউবা (অধি:)   ৮৫'
লে.ফ. ১৭ আলেকসান্দ্র গোলোভিন
বদলি খেলোয়াড়:
ভিয়াচেস্লাভ কারাভায়েভ   ২৬'
১৯ রিফাত ঝেমালেতদিনভ   ৬১'
আলেকসান্দ্র সোবোলেভ   ৮৫'
২৬ মাকসিম মুখিন   ৮৫'
ম্যানেজার:
  স্তানিস্লাভ চের্চেসভ

ম্যান অব দ্য ম্যাচ:
আলেকসেই মিরানচুক (রাশিয়া)[১১]

সহকারী রেফারি:[১৫]
হেসেল স্টেগস্ট্রা (নেদারল্যান্ডস)
ইয়ান ডে ভ্রিস (নেদারল্যান্ডস)
চতুর্থ রেফারি:
ইস্তভান কোভাচস (রোমানিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ভাসিলে মারিনেস্কু (রোমানিয়া)
ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)
বেঁজাম্যাঁ পাজেস (ফ্রান্স)
জেরোম ব্রিসার (ফ্রান্স)

ডেনমার্ক বনাম বেলজিয়াম সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
ডেনমার্ক[১৭]
 
 
 
 
 
 
 
 
 
 
বেলজিয়াম[১৭]
গো ক্যাসপার স্মাইকেল
রা.ব্যা. অ্যান্দ্রেয়াস ক্রিস্টেনসেন
সে.ব্যা. সিমোন কেয়ার (অধি:)
সে.ব্যা. ইয়ানিক ভেস্টারগার্ড   ৮৪'
লে.ব্যা. ইওয়াকিম ম্যালে
সে.মি. ১৮ ড্যানিয়েল ভ্যাস   ৫৯'   ৬১'
সে.মি. ২৩ পিয়ের-এমিল হোইবিয়ার্গ
সে.মি. টমাস ডেলেনি   ৭২'
রা.উ. ২০ ইউসুফ পোলসেন   ৬১'
সে.ফ. ১৪ মিকেল ডামসগার্ড   ৬৯'   ৭২'
লে.উ. মার্টিন ব্র্যাথওয়েট
বদলি খেলোয়াড়:
১৫ ক্রিস্টিয়ান নরগার্ড   ৬১'
১৭ ইয়েন্স স্ট্রিগার লারসেন   ৬১'
২১ অ্যান্দ্রেয়াস কোর্নেলিউস   ৭২'
২৪ মাটিয়াস ইয়েনসেন   ৮১'   ৭২'
১১ অ্যান্দ্রেয়াস স্কভ ওলসেন   ৮৪'
ম্যানেজার:
  ক্যাসপার ইয়ুলম্যান্দ
গো থিবো কোর্তোয়া
সে.ব্যা. টবি অল্ডারওয়েরেল্ট
সে.ব্যা. ১৮ জেসন ডেনায়ের
সে.ব্যা. ইয়ান ভের্টোনেন (অধি:)
রা.মি. ১৫ তমা মোনিয়ে
সে.মি. ইউরি তিলেমান্স
সে.মি. ১৯ লেয়ান্ডার ডেন্ডনকার   ৫৯'
লে.মি. ১৬ তোরগান আজার   ৯০+৪'   ৯০+৪'
রা.ফ. ১৪ ড্রিস মের্টেনস   ৪৬'
সে.ফ. রোমেলু লুকাকু
লে.ফ. ১১ ইয়ানিক কারাস্কো   ৫৯'
বদলি খেলোয়াড়:
কেভিন ডে ব্রুইন   ৪৬'
১০ এদেন আজার   ৫৯'
আক্সেল ভিটসেল   ৫৯'
টমাস ভের্মালেন   ৯০+৪'
ম্যানেজার:
  রোবের্তো মার্তিনেস

ম্যান অব দ্য ম্যাচ:
রোমেলু লুকাকু (বেলজিয়াম)[১১]

সহকারী রেফারি:[১৭]
সান্ডার ভান রোকেল (নেদারল্যান্ডস)
এরউইন জিনস্ট্রা (নেদারল্যান্ডস)
চতুর্থ রেফারি:
আন্ড্রেয়াস একবার্গ (সুইডেন)
সংরক্ষিত সহকারী রেফারি:
মেহমেত কুলুম (সুইডেন)
ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)
বেঁজাম্যাঁ পাজেস (ফ্রান্স)
ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)

রাশিয়া বনাম ডেনমার্ক সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
রাশিয়া[১৯]
 
 
 
 
 
 
 
 
 
 
ডেনমার্ক[১৯]
গো ১৬ মাতভেই সাফানভ
সে.ব্যা. ইগর দিভেয়েভ   ৭৫'
সে.ব্যা. ১৪ গেওর্গি ঝিকিয়া
সে.ব্যা. ১৩ ফেদর কুদ্রিশভ   ২৮'   ৬৭'
রা.উ.ব্যা. মারিও ফের্নান্দেস
লে.উ.ব্যা. ২৩ দালের কুজিয়ায়েভ   ৬৭'
সে.মি. মাগোমেদ ওজদোয়েভ   ৬১'
সে.মি. ১১ রোমান জবনিন
রা.উ. ১৫ আলেকসেই মিরানচুক   ৬১'
লে.উ. ১৭ আলেকসান্দ্র গোলোভিন
সে.ফ. ২২ আর্তেম জিউবা (অধি:)
বদলি খেলোয়াড়:
আলেকসান্দ্র সোবোলেভ   ৬১'
১৯ রিফাত ঝেমালেতদিনভ   ৬১'
২৬ মাকসিম মুখিন   ৬৭'
ভিয়াচেস্লাভ কারাভায়েভ   ৬৭'
ম্যানেজার:
  স্তানিস্লাভ চের্চেসভ
গো ক্যাসপার স্মাইকেল
সে.ব্যা. অ্যান্দ্রেয়াস ক্রিস্টেনসেন
সে.ব্যা. সিমোন কেয়ার (অধি:)
সে.ব্যা. ইয়ানিক ভেস্টারগার্ড
রা.মি. ১৮ ড্যানিয়েল ভ্যাস   ৬০'
সে.মি. ২৩ পিয়ের-এমিল হোইবিয়ার্গ
সে.মি. টমাস ডেলেনি   ৫৭'   ৮৫'
লে.মি. ইওয়াকিম ম্যালে
রা.ফ. মার্টিন ব্র্যাথওয়েট   ৮৫'
সে.ফ. ২০ ইউসুফ পোলসেন   ৬০'
লে.ফ. ১৪ মিকেল ডামসগার্ড   ৭২'
বদলি খেলোয়াড়:
১৭ ইয়েন্স স্ট্রিগার লারসেন   ৬০'
১২ ক্যাসপার ডলবার্গ   ৬০'
১৫ ক্রিস্টিয়ান নরগার্ড   ৭২'
২১ অ্যান্দ্রেয়াস কোর্নেলিউস   ৮৫'
২৪ মাটিয়াস ইয়েনসেন   ৮৫'
ম্যানেজার:
  ক্যাসপার ইয়ুলম্যান্দ

ম্যান অব দ্য ম্যাচ:
অ্যান্দ্রেয়াস ক্রিস্টেনসেন (ডেনমার্ক)[১১]

সহকারী রেফারি:[১৯]
নিকোলাস দানোস (ফ্রান্স)
সিরিল গ্রিঙ্গোর (ফ্রান্স)
চতুর্থ রেফারি:
জান্দ্রো শ্যারার (সুইজারল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফান দে আলমেইদা (সুইজারল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিসার (ফ্রান্স)
বেঁজাম্যাঁ পাজেস (ফ্রান্স)
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)

ফিনল্যান্ড বনাম বেলজিয়াম সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
 
ফিনল্যান্ড[২১]
 
 
 
 
 
 
 
 
 
 
বেলজিয়াম[২১]
গো লুকাশ রাদেৎস্কি
সে.ব্যা. ইয়োনা তোইভিয়ো
সে.ব্যা. পাউলুস আরাইউরি
সে.ব্যা. ড্যানিয়েল ও'শনেসি
রা.উ.ব্যা. ২২ ইয়ুক্কা রাইতালা
লে.উ.ব্যা. ১৮ ইয়েরে উরোনেন   ৭০'
সে.মি. রবিন লুদ   ৯০+১'
সে.মি. ১৪ টিম স্পার্ভ (অধি:)   ৫৯'
সে.মি. গ্লেন কামারা
সে.ফ. ২০ ইয়োয়েল পোহিয়ানপালো   ৭০'
সে.ফ. ১০ তেমু পুক্কি   ৯০+১'
বদলি খেলোয়াড়:
১১ রাসমুস শুলার   ৫৯'
১৯ ইয়োনি কাউকো   ৭০'
১৭ নিকোলাই আলহো   ৭০'
২৬ মার্কুস ফর্স   ৯০+১'
ফ্রেদ্রিক ইয়েনসেন   ৯০+১'
ম্যানেজার:
  মার্কু কানেরভা
গো থিবো কোর্তোয়া
সে.ব্যা. দেদ্রিক বোয়াতা
সে.ব্যা. ১৮ জেসন ডেনায়ের
সে.ব্যা. টমাস ভের্মালেন
রা.মি. ২৪ লেয়ান্ড্রো ট্রোসার্ড   ৭৫'
সে.মি. কেভিন ডে ব্রুইন   ৯০+১'
সে.মি. আক্সেল ভিটসেল
লে.মি. ২২ নাসের শাদলি
রা.ফ. ২৫ জেরেমি দোকু   ৭৫'
সে.ফ. রোমেলু লুকাকু   ৮৪'
লে.ফ. ১০ এদেন আজার (অধি:)
বদলি খেলোয়াড়:
১৫ তমা মোনিয়ে   ৭৫'
২৩ মিশি বাতশুয়ায়ি   ৭৫'
২০ খ্রিস্টিয়ান বেন্টেকে   ৮৪'
১৭ হান্স ভানাকেন   ৯০+১'
ম্যানেজার:
  রোবের্তো মার্তিনেস

ম্যান অব দ্য ম্যাচ:
কেভিন ডে ব্রুইন (বেলজিয়াম)[১১]

সহকারী রেফারি:[২১]
মার্ক বর্শ (জার্মানি)
স্টেফান লুপ (জার্মানি)
চতুর্থ রেফারি:
দাভিদে মাসসা (ইতালি)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফানো আলাসসিও (ইতালি)
ভিডিও সহকারী রেফারি:
মার্কো ফ্রিৎস (জার্মানি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
ক্রিস্টিয়ান ডিনগার্ট (জার্মানি)
ক্রিস্টিয়ান গিটেলমান (জার্মানি)
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)

শাস্তিমূলক পয়েন্ট সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[৩]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৩ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
                                   
  বেলজিয়াম −১
  ডেনমার্ক −৪
  ফিনল্যান্ড −৪
  রাশিয়া −৫

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UEFA Euro 2020: 2021 match schedule" [উয়েফা ইউরো ২০২০: ২০২১-এর ম্যাচের সময়সূচী] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. "UEFA Euro 2020 Group B: Denmark, Finland, Belgium, Russia" [উয়েফা ইউরো ২০২০ গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া]। UEFA.com। ২০২১-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  3. "Regulations of the UEFA European Football Championship 2018–20" [উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮–২০-এর নিয়ম]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ৯ মার্চ ২০১৮। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 
  4. Das, Andrew (১২ জুন ২০২১)। "Denmark's Christian Eriksen collapsed on the field against Finland." [ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেন ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে পড়ে যান]। The New York Timesআইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  5. Karen, Mattias (১২ জুন ২০২১)। "Denmark game at Euro 2020 suspended after Eriksen collapses" [এরিকসেন আহত হওয়ার পর ইউরো ২০২০-এ ডেনমার্কের খেলা স্থগিত]। Associated Press। Copenhagen। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  6. "Christian Eriksen: Denmark midfielder suffered cardiac arrest, says team doctor" [ক্রিস্টিয়ান এরিকসেন: ডেনমার্কের মধ্যমাঠের খেলোয়াড় হৃদরোগে আক্রান্ত হয়েছেন, জানিয়েছেন দলের ডাক্তার]। BBC Sport। ১৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২১ 
  7. "Christian Eriksen collapse: Denmark coach regrets restart v Finland" [ক্রিস্টিয়ান এরিকসেন আহত: ফিনল্যান্ডের বিরুদ্ধে পুনরায় শুরু করা নিয়ে ডেনমার্কের ম্যানেজার অনুতপ্ত]। BBC Sport। ১৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২১ 
  8. Begley, Emlyn (১২ জুন ২০২১)। "Christian Eriksen collapses on pitch during Denmark-Finland game at Euro 2020" [উয়েফা ইউরো ২০২০-এ ডেনমার্ক-ফিনল্যান্ড খেলার সময় ক্রিস্টিয়ান এরিকসেন মাঠে পড়ে যান]। BBC Sport। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  9. "Full Time Summary – Denmark v Finland" [ম্যাচের সারাংশ – ডেনমার্ক বনাম ফিনল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  10. "Tactical Line-ups – Denmark v Finland" [ম্যাচের লাইন-আপ – ডেনমার্ক বনাম ফিনল্যান্ড] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  11. "Every EURO 2020 Star of the Match" [উয়েফা ইউরো ২০২০-এর সকল ম্যাচের সেরা খেলোয়াড়]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  12. "Full Time Summary – Belgium v Russia" [ম্যাচের সারাংশ – বেলজিয়াম বনাম রাশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  13. "Tactical Line-ups – Belgium v Russia" [ম্যাচের লাইন-আপ – বেলজিয়াম বনাম রাশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২১ 
  14. "Full Time Summary – Finland v Russia" [ম্যাচের সারাংশ – ফিনল্যান্ড বনাম রাশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৬ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১ 
  15. "Tactical Line-ups – Finland v Russia" [ম্যাচের লাইন-আপ – ফিনল্যান্ড বনাম রাশিয়া] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৬ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১ 
  16. "Full Time Summary – Denmark v Belgium" [ম্যাচের সারাংশ – ডেনমার্ক বনাম বেলজিয়াম] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৭ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১ 
  17. "Tactical Line-ups – Denmark v Belgium" [ম্যাচের লাইন-আপ – ডেনমার্ক বনাম বেলজিয়াম] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৭ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২১ 
  18. "Full Time Summary – Russia v Denmark" [ম্যাচের সারাংশ – রাশিয়া বনাম ডেনমার্ক] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  19. "Tactical Line-ups – Russia v Denmark" [ম্যাচের লাইন-আপ – রাশিয়া বনাম ডেনমার্ক] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  20. "Full Time Summary – Finland v Belgium" [ম্যাচের সারাংশ – ফিনল্যান্ড বনাম বেলজিয়াম] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 
  21. "Tactical Line-ups – Finland v Belgium" [ম্যাচের লাইন-আপ – ফিনল্যান্ড বনাম বেলজিয়াম] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২১ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা