উপযোগবাদ

উপযোগবাদ তত্ত্বের জনক জেরেমি বেন্থাম (১৭৪৮-১৮৩২)। উপযোগবাদ সম্পর্কে আরও গভীর দৃষ্টিভঙ্গির সাথে

ইউটিলিটারিয়ানিসম বা উপযোগবাদ নীতি শাস্ত্রের একটি তত্ত যা মূলত উপযোগ বা লাভ বা ব্যবহারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। জেরেমী বেন্থাম এই তত্তের জনক, যিনি একে এভাবে ব্যাখ্যা করেছেন

জেরেমী বেন্থাম
কোন ক্রিয়ার মাধ্যমে পরিতোষ/আনন্দ - সেই ক্রিয়ার জন্য কারো পীড়া = উপযোগবাদ

অনেকেই এই তত্তকে ডেমোস্থেনাস-এর অনুবর্তনবাদ বা কন্সিকোয়েন্সিয়ালিসম এর একটি রূপ হিসেবে বাখ্যা করে থাকেন। সর্বোচ্চ সুখ বা ম্যাক্সিমাম হ্যাপিনেস হল এই তত্তের সারমর্ম। ১৭৮৯ সালে বেন্থাম তার An Introduction to the Principles of Morals and Legislation গ্রন্থে এই তত্তের কথা উল্লেখ করেন যা পরবর্তীতে জন স্টুয়ার্ট মিল এর বিশদ ব্যাখ্যার মাধ্যমে জনপ্রিয় করে তোলেন।