উত্তর মেরুদেশীয় অন্তরীপ

উত্তর মেরুদেশীয় অন্তরীপ (ইংরেজি: Arctic Cape; রুশ ভাষায়: Мыс Арктический) রুশ দ্বীপপুঞ্জ সেভেরনায়া জেমলিয়া দ্বীপপুঞ্জের উত্তরতম দ্বীপ কমসমোলৎস দ্বীপের উত্তরতম বিন্দু।[১][২]

Arctic Cape
উত্তর মেরুদেশীয় অন্তরীপ, কমসমোলেৎস দ্বীপ, রাশিয়া
অবস্থানক্রায়ানস্রাক ক্রাই,  রাশিয়া
Offshore water bodiesউত্তর মহাসাগর
এলাকারাশিয়ান দূর প্রাচ্য
ভূতত্ত্বহেডল্যান্ড

অন্তরীপটি থেকে উত্তর মেরুর দূরত্ব ৯৯০.৭ কিমি, তাই কখনও কখনও এটি উত্তর মেরু অভিযানের আরম্ভস্থল হিসেবে ব্যবহার করা হয়।[২] উত্তর মেরুদসশীয় অন্তরীপ রাশিয়া বা ইউরেশিয়ার উত্তরতম বিন্দু নয়। ফ্রানৎস ইয়োসেফ দ্বীপপুঞ্জের রুডলফ দ্বীপের ফ্লিগেলি অন্তরীপ উত্তরতম বিন্দু। আর এশিয়ার মূল ভূখণ্ডের উত্তরতম বিন্দুটি হল চেলিউস্কিন অন্তরীপ

উত্তর মেরুদেশীয় অন্তরীপ লাপ্তেভ সাগরের উত্তর-পশ্চিম সীমা এবং কারা সাগরের উত্তর-পূর্ব সীমা নির্দেশ করছে।

অন্ত:রীপে খালি তেলের ড্রাম

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Arctic Cape"Mapcarta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-২২ 
  2. Mills, William James (২০০৩)। Exploring Polar Frontiers: M-Z (ইংরেজি ভাষায়)। ABC-CLIO। পৃষ্ঠা ৬৬৮। আইএসবিএন 978-1-57607-422-0