উত্তর ধুরুং ইউনিয়ন

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন

উত্তর ধুরুং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন

উত্তর ধুরুং
ইউনিয়ন
১নং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ
উত্তর ধুরুং চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
উত্তর ধুরুং
উত্তর ধুরুং
উত্তর ধুরুং বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর ধুরুং
উত্তর ধুরুং
বাংলাদেশে উত্তর ধুরুং ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৩′২২″ উত্তর ৯১°৫১′৫৬″ পূর্ব / ২১.৮৮৯৪৪° উত্তর ৯১.৮৬৫৫৬° পূর্ব / 21.88944; 91.86556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাকুতুবদিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআ স ম শাহরিয়ার চৌধুরী
আয়তন
 • মোট১৯.৪৯ বর্গকিমি (৭.৫৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩৫,১৫২
 • জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট২১.৯৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নের আয়তন ৪৮১৬ একর (১৯.৪৯ বর্গ কিলোমিটার)।[১] এটি কুতুবদিয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উত্তর ধুরুং ইউনিয়নের লোকসংখ্যা ৩৫,১৫২ জন। এর মধ্যে পুরুষ ২০,৬৫৮ জন এবং মহিলা ১৪,৪৯৪ জন।[২]

অবস্থান ও সীমানা সম্পাদনা

কুতুবদিয়া উপজেলার সর্ব-উত্তরে উত্তর ধুরুং ইউনিয়নের অবস্থান। কুতুবদিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৮ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে দক্ষিণ ধুরুং ইউনিয়নলেমশীখালী ইউনিয়ন; পূর্বে কুতুবদিয়া চ্যানেলচট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন এবং উত্তরে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

নামকরণ সম্পাদনা

এককালের খরস্রোতা অর্থাৎ ধুরুং নামের প্রাক্কালে ধুরুং নামকরণ করা হয়। পরবর্তীতে এটা উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং নামে দুইটি আলাদা ইউনিয়ন গঠন করা হয়।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি চর ধুরুংউত্তর ধুরুং এ ২টি মৌজায় বিভক্ত।[২] এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • উত্তর ধুরুং
  • কালারমার পাড়া
  • চর ধুরুং
  • জুম্মাপাড়া
  • তেলিয়াকাটা
  • পশ্চিম ধুরুং
  • ফয়জানিপাড়া
  • বাইঙ্গাঘাটা
  • বাকখালী

[৩]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নের সাক্ষরতার হার ২১.৯৯%।[১] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা

[৪]

মাধ্যমিক বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

[৫]

প্রাথমিক বিদ্যালয়
  • আজগরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ধুরুং এন হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • এম রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চর ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফয়জানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাইঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুছা সিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সতর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৬]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-ধুরুং সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নে ৩৩টি মসজিদ ও ২টি মন্দির রয়েছে।[২]

খাল ও নদী সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নের পশ্চিম ও উত্তর দিকে বঙ্গোপসাগর এবং পূর্ব দিকে কুতুবদিয়া চ্যানেল[২]

হাট-বাজার সম্পাদনা

উত্তর ধুরুং ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মনু সিকদার বাজার।[৭]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • কালারমার জামে মসজিদ[৮]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যানAbdul Halim Shikder:[৯]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "এক নজরে উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd। ৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - উজানটিয়া ইউনিয়ন - উজানটিয়া ইউনিয়ন"ujantiaup.coxsbazar.gov.bd। ৫ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  4. "মাদ্রাসা - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "হাট বাজারের তালিকা - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd 
  8. "।ঐতিহাসিক কালারমার জামে মসজিদ - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd। ৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 
  9. "আ স ম শাহরিয়ার চৌধূরী - উত্তর ধুরুং ইউনিয়ন - উত্তর ধুরুং ইউনিয়ন"uttardhurungup.coxsbazar.gov.bd। ৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা