উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৬/বিবিসি ১০০ নারী

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক ৭ বছর পূর্বে "উক্ত বিষয়" অনুচ্ছেদে

বানান সংশোধন সম্পাদনা

সারাদিন শব্দের বদলে সাড়াদিন লিখা হয়েছে। একটু দৃষ্টি দেবেন। আবু সাঈদ (আলাপ) ০৮:৫৫, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

তালিকায় সংযোজন প্রয়োজন সম্পাদনা

বিবিসি ১০০ নারীর বৈশ্বিক তালিকায় ২০১৩ ও ২০১৪ সালে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশী নারী রুবানা হক (Rubana Huq)। যার নামে ইংরেজি কিংবা বাংলায় কোনটাতেই নিবন্ধ নেই। যা অগ্রাধিকার ভিত্তিতে লিখতে হবে। এখানে উল্লেখ যে, উনিই এখন পর্যন্ত বৈশ্বিক তালিকায় একমাত্র বাংলাদেশী নারী।

আরেকটি ব্যাপার তালিকায় কিছু ভারতীয়দের নাম থাকলে আরো ভালো হত। যেমনঃ (Aditi Mittal, Mallika Srinivasan, Saalumarada Thimmakka, Asha Bhosle, Kamini Kaushal, Sania Mirza ইত্যাদি) Ibrahim Husain Meraj (আলাপ) ১২:২২, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

তালিকায় নামগুলো সানন্দে যুক্ত করতে পার, ১০০-এর বেশি হলেও সমস্যা নেই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৬, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
তালিকায় কিসের ভিত্তিতে নাম যুক্ত করা হচ্ছে জানতে পারলে ভালো হতো। তালিকায় স্থানপ্রাপ্তদের ক্ষেত্রে বিবেচ্য বিষয় জানালে সুবিধা হতো। --Nahid Hossain (আলাপ) ১৭:০২, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
যেগুলো ইংরেজিতে আছে বাংলাতে নেই এবং একটু বড় নিবন্ধ (ছোটগুলো নয়)। এছাড়া বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের বিখ্যাতদের যুক্ত করা যেতে পারে। মোট কথা নারীদের নিয়ে এডিটাথন সুতরাং তালিকার বাইরেও কেউ যেকোন নারীর নিবন্ধ তৈরি করতে পারেন। মোটের উপর কনক্রিট কোন নীতিমালা এখানে নাই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উক্ত বিষয় সম্পাদনা

সত্যি দারুন একটা উদ্যোগ Shuvo Jit Dutta (আলাপ) ০৭:৩৪, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ। আশাকরি আপনিও লিখবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"অনলাইন এডিটাথন/২০১৬/বিবিসি ১০০ নারী" প্রকল্প পাতায় ফিরুন।