উইকিপিডিয়া আলোচনা:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৫

(উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/ওপেন অ্যাক্সেস সপ্তাহ ২০১৫ থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: Sajibur কর্তৃক ৮ বছর পূর্বে "আলোচনা" অনুচ্ছেদে

আলোচনা

সম্পাদনা
তানভির ভাই, হাছিব ভাই এবং সজিবুর ভাইকে এখানে কর্মবিভাজন অংশে কোন্ কোন্ বিষয়ে কাজ করতে চান, তা যোগ করার জন্য আহ্বান জানাচ্ছি।
ওপেন অ্যাক্সেস সপ্তাহের সঙ্গে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমবর্তমান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের তালিকা নিবন্ধের কী সম্পর্ক কে জানে! এজন্যে ওপেন অ্যাক্সেস প্রকল্প বিষয়শ্রেণী থেকে নিবন্ধ নির্বাচন করা সহজ। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:৩১, ২৪ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ওপেন অ্যাক্সেস ও ওপেন অ্যাক্সেস সপ্তাহ সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন ওপেন অ্যাক্সেস সপ্তাহ উপলক্ষ্যে অনলাইন এডিটাথনে কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। নতুন হিসেবে সাহায্য পাব বলে আশা করছি। ওপেন অ্যাক্সেস ও ওপেন অ্যাক্সেস সপ্তাহ সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন.. কোন ধরণের নিবন্ধ তৈরি করার কথা বলা হচ্ছে??--ব্যবহারকারী:দীপংকর চক্রবর্ত্তী
আজই আলোচনাটি চোখে পড়েছে। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত। কর্মবিভাজনে তথ্য যুক্ত   করা হয়েছে।--Sajibur (আলাপ) ০৯:১৯, ২৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কর্মবিভাজন

সম্পাদনা
ব্যবহারকারী কোন্‌ কোন্‌ নতুন নিবন্ধ শুরু করতে চাই কোন্‌ কোন্‌ পুরাতন নিবন্ধ সম্প্রসারণ করতে চাই
তানভির (আলাপ) ওপেন অ্যাক্সেস
হাছিব (আলাপ)
সজিবুর (আলাপ) প্রজেক্ট ইউক্লিড
অংকন (আলাপ) অ্যাক্সেসটুরিসার্চ, ওপেন অ্যাক্সেস সপ্তাহ
ইকবাল (আলাপ) ওপেন অ্যাক্সেস নেটওর্য়াক
রাজু (আলাপ) ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স
মহীন (আলাপ) ওপেন নলেজ সোসাইটি
বাংলাদেশ জার্নাল অনলাইন
sufidisciple (আলাপ) উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশনা (উইকিপিডিয়া:জীবিত ব্যক্তির জীবনী)
মাশকাওয়াত আহসান (আলাপ) বিষয়শ্রেণী:বাঙালি চিত্রশিল্পী
বিষয়শ্রেণী:বাংলাদেশী চিত্রশিল্পী
"উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৫" প্রকল্প পাতায় ফিরুন।