কলকাতায় অনুষ্ঠিত বিংশ উইকিপিডিয়া তথা পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ার মাসিক সম্মেলন, এই সম্মেলনএর মূল লক্ষ্য হল উইকিপিডিয়ায় অবদানকারী এবং উইকি ব্যবহারকারীদের - মূলত বাঙালি উইকিপিডিয়ানদের মিলন, সম্মেলন, চালু প্রকল্পগুলিকে নিয়ে আলোচনা, অভিজ্ঞতার আদান-প্রদান, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান-প্রদান ইত্যাদির মাধ্যমে উইকিপিডিয়া প্রকল্পগুলি উন্নয়নের উদ্দ্যেশে।

সময় এবং স্থান সম্পাদনা

 
উইকিমিডিয়া সম্মিলন, আনন্দ মার্গ প্রচারক সংঘ, কলকাতা।
  • তারিখ: ২৩শে এপ্রিল(রবিবার)
  • সময়: সকাল ১০টা থেকে বিকাল ৫টা (ভারতীয় সময়)
  • স্থান: আনন্দ মার্গ প্রচারক সংঘ, ৫২৭, গৌরাংগ পল্লি, VIP নগর, কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০১০০
  • মানচিত্র:
  • যোগাযোগ:মিঃ পিনাকি বিশ্বাস

আলোচনার বিষয়সূচী সম্পাদনা

  • পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান কমিউনিটি ইউজার গ্রুপ

অংশগ্রহণকারী সম্পাদনা

উইকিপিডিয়া এবং সম্পর্কিত প্রকল্পগুলিতে অবদানসৃষ্টিকারী অথবা অবদান সৃষ্টি করতে ইচ্ছুক যে কোন ব্যাক্তি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। উইকিমিডিয়া প্রকল্পের সমস্ত সদস্য এবং বিভিন্ন ভাষাভাষী উইকিপিডিয়ানরাও অংশ নিতে পারেন।

শুভেচ্ছান্তে সম্পাদনা

--Marajozkee (আলাপ) ১৪:২১, ৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিবেদন সম্পাদনা

  • ইথার প্যাড এর লিংক

লিংক

ব্যয় বিবৃতি সম্পাদনা