উইকিপিডিয়া:বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি/ভারত

ভারতে অনুষ্ঠান সম্পাদনা

বাংলাদেশী উইকিপিডিয়ানদের জন্য বৃত্তি সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী কলকাতা সম্প্রদায় থেকে বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকের জন্য বৃত্তির দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫ তারিখে হতে চলা মূল সন্মেলন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য এখানে যে কোনো বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক আবেদন করতে পারেন।

পদ্ধতি সম্পাদনা

বৃত্তি সমন্বয়কারি দল বা এই বাংলা উইকিমিডিয়া সম্প্রদায় এখানে আবেদন কারির কাজের উপর নির্ভর করে তাকে নির্বাচন করবেন। গুরুত্বপূর্ণ তারিখ গুলি দেখে নিন।

  • অক্টোবর ১০,২০১৪ থেকে নভেম্বর ২০,২০১৪ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
  • নভেম্বর ২০,২০১৪ পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • নভেম্বর ২৫,২০১৪ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এখানে।
  • অক্টোবর ১০,২০১৪ থেকে নভেম্বর ২৪,২০১৪ মধ্যেই এই বাংলা উইকিপিডিয়া সম্পদায়ই ঠিক করবে কারা এই বৃত্তি পাবার যোগ্য।

বিশেষ বিবেচ্য বিষয় সম্পর্কে একটি নোট:: কমিটি রেটিং প্রক্রিয়া অনুসরণ করে, বিশেষ বিবেচনা করা হবে যাদের কে,

  • আয়োজন স্বেচ্ছাসেবক আবেদনকারী ;
  • স্পিকার;
  • মহিলা আবেদনকারী ;
  • অপ্রাপ্তবয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তি

বৃত্তি নির্বাচন বিচার ধারা সম্পাদনা

বৃত্তি নির্বাচন করা হবে উইকিম্যানিয়া বা ওই সংক্রান্ত অনুষ্ঠানের নিয়ম অনুসারে।

শর্তাবলী সম্পাদনা

  • আবেদনকারির অবশ্যই বাংলা উইকিপিডিয়াতে আইডি থাকতে হবে। অবশ্যই নিজে লগ-ইন থাকা অবস্থায় স্ব-মনোনয়ন করতে হবে। কোনো ভাবেই অন্য কেউ আবেদন বা মনোনয়ন করলে হবে না।
  • বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকেরা বৃত্তি আবেদন করতে পারবেন।
  • বাংলাদেশের আইনি পাসপোর্ট না থাকলে এখানে আবেদন করবেন না। বাংলাদেশের আইনি পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করবেন না। এই বৃত্তির মধ্যে ভারতের ভিসার জন্য খরচ ধরা নেই বা আয়োজন কমিটি তা দিতে বাধ্য নন। আবেদনকারিকে নিজ ব্যয় ভিসার ব্যবস্থা করতে হবে। ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করা হবে।
  • আবেদনকারির বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। ১৮ বছরের কম বয়স্ক আবেদনকারিকে তার পিতা/মাতা সহ ভারতে আসতে হবে, সেক্ষেত্রে তার পিতা/মাতা বৃত্তির দাবি করতে পারবেন না।
  • সাধারনভাবে উইকিমিডিয়া প্রকল্পে অবদান করেন এমন আবেদনকারিরাই যোগ্যতম বলে বিবেচিত।
  • কোনো নির্দিষ্ট সংখ্যক বৃত্তি ঘোষণা করা হয়নি, কিন্ত প্রাথমিক ভাবে, বৃত্তির প্রকার ভেদ অনুসারে সম্পূর্ণ (ভ্রমন আকাশ পথে + আবাসন)-৫টি ও সম্পূর্ন (ভ্রমন স্থলপথে বাস বা ট্রেনে + আবাসন)-১০টি ধরে নেওয়া হয়েছে।
  • স্ব-মনোনয়ন কোনো ভাবেই ২০ শে নভেম্বরের পরে গ্রহণ করা হবে না।
  • আকাশ পথে ও স্থল পথে আগত সকল বৃত্তি-গ্রহনকারিকেই টিকিট নিজ খরচে করতে হবে। সাংগঠনিক কমিটি কলকাতায় খরচের টাকা নগদে প্রদান করবেন। কোনো কারনে মূল অনুষ্ঠান বাতিল হলে আয়োজক কমিটি টাকা ফেরত দিতে বাধ্য থাকবে না।
  • সফল বৃত্তি-গ্রহণকারিকে অবশ্যই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন বা নাম নিবন্ধ অন-লাইনে করতে হবে।
  • ঢাকা বা অন্য শহরের পরিবহনের জন্য কোনো খরচ বা কোনো অতিরিক্ত খরচ এই বৃত্তির সাথে যুক্ত নেই বা তা দাবি করা যাবে না। এখানে শুধু ঢাকা থেকে কলকাতা ও কলকাতা থেকে ঢাকার পরিবহন খরচ ধরা হয়েছে।
  • আবাসন বা থাকার হোটেল দুই বা তিনজনে একটি ঘর (বাসা) বা ডরমেটরিতে ভাগাভাগি করে থাকবেন, এই শর্তে দেওয়া হবে। অবশ্যই একই সংস্কৃতির আবেদনকারিদের রাখার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
  • ধরে নেওয়া হবে আবেদনকারি শারীরিকভাবে সুস্থ থাকা অবস্থায় আসবেন। কোনো প্রকার চিকিৎসা জনিত খরচ কমিটি ব্যয় করতে পারবে না।
  • এই বৃত্তি আবেদনকারিকে শুধু মাত্র এই কনফারেন্সে যোগদান করার জন্য প্রদান করা হবে। কনফারেন্সে উপস্থিত না হলে এই বৃত্তি বাতিল করা হবে।
  • আয়োজন কমিটি যে কোনো সময় বিনা নোটিশে এই শর্তাবলি পরিবর্তন করতে পারেন ও তা করার অধিকার রাখেন।
  • কোনো বিরোধ শুধুমাত্র কলকাতা তথা ভারতের আইন অনুসারে নিস্পত্তি হবে।

বৃত্তির প্রকার ভেদ সম্পাদনা

  • সম্পূর্ন (ভ্রমন আকাশ পথে + আবাসন)- ৫টি
  • সম্পূর্ন (ভ্রমন স্থলপথে বাস বা ট্রেনে + আবাসন)- ১০টি
নিচের তালিকাটি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি মনোনয়ন হালনাগাদকৃত । অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।

মনোনয়ন সম্পাদনা

  1. নাম - মোহাম্মদ ছরোয়ার আলম --Sufidisciple (আলাপ) ১৮:১৮, ১০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  2. নাম - মোহাম্মদ ইব্রাহীম হুসাইন। --Ibrahim Husain Meraj (আলাপ) ১৯:২৯, ১১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  3. নাম - মহীন রীয়াদ --মহীন রীয়াদ (আলাপ) ০৪:৫৩, ১২ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  4. নাম - তানভির মোর্শেদ  – তানভির (আলাপ) ১৮:৩৫, ১৩ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  5. নাম - রাফায়েল রাসেল --রাফায়েল রাসেল (আলাপ) ১৩:১৪, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  6. নাম - নাসির খান সৈকত --নাসির খান সৈকতআলাপ ০৪:০৯, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  7. নাম - নুরুন্নবী চৌধুরী হাছিব --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৬:৪৪, ১৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  8. নাম - নাহিদ সুলতান --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৮, ১৯ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  9. নাম - শরীফ উদ্দিন --Sharif uddin (আলাপ) ০৬:৫৬, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  10. নাম - মতিউর রহমান অনি --মতিউর রহমান অনি (আলাপ) ০৪:৫১, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  11. নাম - সৌরভ বল বসু --সৌরভ বল বসু (আলাপ) ০৮:৪৮, ৩১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  12. নাম - মোঃ ফেরদৌসুর রহমান --ফেদৌ (টক শো) ০৪:৪৪, ৪ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  13. নাম - অংকন ঘোষ দস্তিদার --অংকন (আলাপ) ০৮:৩৯, ১৩ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  14. নাম - রায়হান রানা --রায়হান রানা (আলাপ) ১০:২৯, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  15. নাম - আফিফা আফরিন --Afifa Afrin (আলাপ) ০৮:২৪, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  16. নাম - আশিকুর রহমান --আশিকুর রহমান ২০:৪০, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  17. নাম - মাসুম ইবনে মুসা --Masum Ibn Musa  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৩:১৭, ১৮ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  18. নাম - ইনতেখাব আলম চৌধুরী --(Intakhab ctg (আলাপ) ১০:০৬, ২০ নভেম্বর ২০১৪ (ইউটিসি))[উত্তর দিন]
  19. নাম - মোঃ আসিফ মুকতাদির হোসেন --আসিফ মুকতাদির (আলাপ) ১৭:২৪, ২০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের তালিকাটি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি মনোনয়ন হালনাগাদকৃত । অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
নিচের তালিকাটি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী বৃত্তি মনোনীত প্রার্থীদের তালিকা । অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।

মনোনীত প্রার্থীরা সম্পাদনা

নং নাম ব্যবহারকারি নাম ফর্ম পূরণ করেছেন? মেইল করা হয়েছে? বৃত্তি গ্রহণ করেছেন? রেজিস্ট্রেশন করেছেন? ভিসা পেয়েছেন? টিকিট করেছেন?
আকাশ পথে বৃত্তি
মহীন রীয়াদ Moheen Reeyad  Y  Y  Y  Y  না
তানভির মোর্শেদ Tanweer Morshed  Y  Y  Y  Y  Y  Y
নাসির খান সৈকত Nasir8891  Y  Y  Y  Y  না
নুরুন্নবী চৌধুরী হাছিব Nhasive  Y  Y  Y  Y  Y
নাহিদ সুলতান NahidSultan  Y  Y  Y  Y  Y
স্থল পথে বৃত্তি
মোহাম্মদ ছরোয়ার আলম Sufidisciple  Y  Y  Y  Y  Y  Y
মোহাম্মদ ইব্রাহীম হুসাইন Ibrahim Husain Meraj  Y  Y  Y  Y  Y  Y
রাফায়েল রাসেল Rafaell Russell  Y  Y  Y  Y  না
শরীফ উদ্দিন Sharif uddin  না  না
মোঃ ফেরদৌসুর রহমান Ferdous  না  না
অংকন ঘোষ দস্তিদার ANKAN GHOSH DASTIDER  Y  Y  Y  Y  Y  Y
আফিফা আফরিন Afifa Afrin  Y  Y  Y  Y  Y  Y
মাসুম ইবনে মুসা Masum Ibn Musa  Y  Y  Y  Y  না
ইনতেখাব আলম চৌধুরী Intakhab ctg  Y  Y  Y  Y
১০ মোঃ আসিফ মুকতাদির হোসেন Asifmuktadir  Y  Y  Y  Y
১১ মোঃ শাহাদাত হোসেন (রাফি) Engr.Rafi  Y  Y  Y  Y  Y
১২ মোঃ জাহিদ হোসেন খান Aashaa  Y  Y  Y  Y

-স্কলারশীপ কমিটির পক্ষে


উপরের তালিকাটি বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী/বৃত্তি মনোনীত প্রার্থীরা দের তালিকা । অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।

ভারতীয় উইকিপিডিয়ানদের জন্য বৃত্তি সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী কলকাতা সম্প্রদায় থেকে ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিকের জন্য বৃত্তির দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা ০৯ ও ১০ জানুয়ারি ২০১৫ তারিখে হতে চলা মূল সন্মেলন অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য এখানে যে কোনো ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিক আবেদন করতে পারেন। ৫টি সম্পূর্ন (যাতায়াত + আবাসন)।

ভারতীয় উইকিপিডিয়ানদের জন্য বৃত্তির আবেদনের তারিখগুলি

  • অক্টোবর ১০,২০১৪ থেকে ডিসেম্বর ২০,২০১৪ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
  • ডিসেম্বর ২০,২০১৪ পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • ডিসেম্বর ২৫,২০১৪ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এখানে।

মনোনয়ন সম্পাদনা

  1. নাম- বোধিসত্ত্ব মন্ডল -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০৫, ১৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
  2. নাম- জিশ্নু দত্ত -- ব্যবহারকারী:Jishnudatta (আলাপ) ০৭;১০, ৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
  3. নাম- বাসুদেব গুচছাইত -- ব্যবহারকারী:Basudeb Guchhait (আলাপ) ১৬;২৮, ১৪ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)