উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯/ভূমিকা

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ লেখার প্রতিযোগিতা ২০১৯
আয়োজক
সহযোগিতায়

আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু এই স্লোগান নিয়ে ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় এই নিবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই অনুবাদ প্রতিযোগিতায় যে-কেউ যুক্ত হতে পারেন এবং যদি কেউ একটি নিবন্ধও অনুবাদ করেন তাহলে তাকেও উইকিমিডিয়া বাংলাদেশজাগো নিউজের পক্ষ থেকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে (পুরস্কারের বিস্তারিত দেখুন)। যে কোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা রাখুন অথবা সরাসরি চ্যাট করতে ক্লিক করুন: #wikipedia-bn। এছাড়া নতুন অবদানকারীগণ, আপনারা নিবন্ধ তৈরির জন্য এই টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন।

নিয়মাবলী
  1. যেকোন লগ-ইনকৃত/প্রবেশরত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে। উল্লেখ্য, উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট ছাড়াও সম্পাদনা করা যায় তবে এই প্রতিযোগিতার জন্য অবশ্যই অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে। (যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)
  2. এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যে-কোনো নিবন্ধ অনুবাদ করতে পারেন। আপনাকে অবশ্যই পুরো নিবন্ধটি অনুবাদ করতে হবে
    (প্রথমে তালিকাতে প্রবেশ করুন ও সংশ্লিষ্ট তালিকার ‘‘বাংলা নাম’’ অংশ থেকে লাল লিংক যুক্ত যে-কোনো নিবন্ধ বেছে নিয়ে তৈরি করতে পারবেন। আপনি যে নিবন্ধটি অনুবাদে ইচ্ছুক সেই নিবন্ধটি যাতে অন্য কেউ অনুবাদ না করতে পারেন সেজন্য আপনি প্রথমে নিবন্ধের দুই/তিন প্যারা অনুবাদ করে নিবন্ধটি তৈরি করে নিতে পারেন। অসম্পূর্ণ নিবন্ধের সবার উপর {{কাজ চলছে/২০১৯}} কোডটি কপি করে বসিয়ে দিন। এরপর তৈরি হওয়া নিবন্ধে আপনার সময় অনুসারে অনুবাদ যুক্ত করে শেষ করতে পারেন। )
  3. দুই/তিন প্যারার কম অনুবাদকৃত নিবন্ধগুলো অনুবাদ না করে ৪-৫ দিন ফেলে রাখলে তা অপসারণ করা হবে যাতে সেগুলো অন্য কেউ তৈরি করতে পারেন।
  4. প্রতিযোগিতার শেষ পাঁচ দিনে কোনক্রমেই অসম্পূর্ণ অনুবাদের নিবন্ধ জমা দেওয়া যাবে না।
  5. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ-এর মতো অনুবাদ কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
  6. ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  7. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
  8. প্রথমে নিচের অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের পর্যালোচনার জন্য জমাদান অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষরসহ যুক্ত করুন।
  9. ভারত ও বাংলাদেশের যে-কোন উইকিপিডিয়ানই অংশ নিতে পারবেন।
  10. নিবন্ধ পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তবে তিনি অবশ্যই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করতে পারবেন না।

পুরস্কার
  • ১টি নিবন্ধ অনুবাদ করলে – ১টি “অংশগ্রহণকারী সার্টিফিকেট” (সফটকপি) প্রদান করা হবে।
  • ৩টি নিবন্ধ অনুবাদ করলে – ১টি “উইকিপিডিয়া” টি-শার্ট ও অংশগ্রহণকারী সার্টিফিকেট (মুদ্রিত) দেওয়া হবে।
  • ৪টি বা তার বেশি নিবন্ধ অনুবাদ করলে – ১টি “উইকিপিডিয়া” টি-শার্ট, ১টি পেনড্রাইভ ও অংশগ্রহণকারী সার্টিফিকেট (মুদ্রিত) দেওয়া হবে।
  • ৬টি বা তার বেশি নিবন্ধ অনুবাদ করলে – [শীঘ্রই হালনাগাদ করা হবে], ১টি “উইকিপিডিয়া” টি-শার্ট, ১টি পেনড্রাইভ ও অংশগ্রহণকারী সার্টিফিকেট (মুদ্রিত) দেওয়া হবে।
  • সবচেয়ে বেশি সংখ্যক (পর্যালোচনায় গৃহীত হওয়া) নিবন্ধ অনুবাদকারী দুই জন পাবেন – ১টি করে এক টেরাবাইট পোর্টেবল হার্ডড্রাইভ, ১টি পেনড্রাইভ, ১টি “উইকিপিডিয়া” টি-শার্ট ও অংশগ্রহণকারী সার্টিফিকেট (মুদ্রিত)।
  • পুরস্কার ডাকযোগে প্রেরণ করা হবে।
  • বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান (২০১৯)

অংশগ্রহণকারী

(অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন।)(আপনি লগ-ইন বা প্রবেশ করেননি। লগ-ইন বা প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)