উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২১/বিশ্ব পরিবেশ দিবস/ভূমিকা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী নিবন্ধ বৃদ্ধি সংক্রান্ত এডিটাথন
তারিখ: ৫ই জুন - ৭ই জুন, ২০২১
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৭২ ঘন্টা যাবৎ বাংলা উইকিপিডিয়ায় এই অনলাইন এডিটাথনটির আয়োজন করা হচ্ছে। এডিটাথনটি ২০২১ সালের ৫ই জুন থেকে ৭ই জুন পর্যন্ত চলমান থাকবে। নবাগতরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন, তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।


অংশগ্রহণের ধাপসমূহ
  • এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন।
  • পাতাটি শুরু করার সময় পাতার একেবারে উপরে {{কাজ চলছে}} টেমপ্লেটটি যোগ করুন।
  • তালিকা পাতায় উৎস সম্পাদনায় ক্লিক করে কাজ করছেন = আপনার ব্যবহারকারী নাম যোগ করুন।
  • নিবন্ধের উপর কাজ করা শেষ হলে জমা দিতে চাইলে মূল নিবন্ধ থেকে তালিকা পাতায় গিয়ে জমাদানকৃত = হ্যাঁ লিখুন।
  • জমাদান শেষে মূল নিবন্ধ থেকে {{কাজ চলছে}} টেমপ্লেটটি সরিয়ে দিন।
  • ঐচ্ছিক: আপনি চাইলে আপনার তৈরিকৃত নিবন্ধের আলাপ পাতায় নিচের দুইটি টেমপ্লেট যোগ করে দিতে পারেন:
    {{আলাপ পাতা}}
    {{অনলাইন এডিটাথন/২০২১/বিশ্ব পরিবেশ দিবস}}


নিয়মাবলী
  1. পরিবেশ সম্পর্কিত যেকোন নিবন্ধ নতুন তৈরি বা মানোন্নয়ন করা যাবে। আপনি এই তালিকা থেকে যেকোন নিবন্ধ তৈরি বা মানোন্নয়ন করতে পারবেন।
  2. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। যে নিবন্ধটির অনুবাদ শুরু করবেন, সেটি সম্পূর্ণরূপে অনুবাদ করার চেষ্টা করবেন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলোই নিবন্ধ তৈরির সময় যুক্ত করে দিতে পারেন।
  4. কোনো প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  5. নোটঃ যা লিখবেন তা যেন বোধগম্য হয়। পাঠক যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন।