ঈশ্বরী (হিন্দু দর্শন)

ঈশ্বরের ঐশ্বরিক নারী প্রতিরূপ দেবী

ঈশ্বরী (সংস্কৃত: ईश्वरी) একটি সংস্কৃত শব্দ, এবং এটি ঈশ্বরের ঐশ্বরিক নারী প্রতিরূপ দেবীকে নির্দেশ করে। এটি ত্রিমূর্তির শক্তি বা স্ত্রীলিঙ্গ শক্তিকে বোঝায়, এবং এরা হলেন সরস্বতী, লক্ষ্মীপার্বতীর একটি জোট।[১]

চিত্র:Supreme form durga.jpg
হিন্দুধর্মের ত্রিমূর্তির নারী অবতারস্বরূপ তিনজন প্রভাবশালী দেবীর জোট; লক্ষ্মী (পালন), পার্বতী (ধ্বংস) ও সরস্বতী (সৃষ্টি)।

ঈশ্বরকে নারী হিসেবে উল্লেখ করার সময়, বিশেষ করে শাক্তধর্মে, কখনও কখনও স্ত্রীলিঙ্গ ঈশ্বরী ব্যবহার করা হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ishvari, Īśvarī: 14 definitions"www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭ 
  2. Roshen Dalal (২০১০)। Hinduism: An Alphabetical Guide। Penguin Books। পৃষ্ঠা 376। আইএসবিএন 978-0-14-341421-6