ইসলামী গবেষনা ও শিক্ষা ফাউন্ডেশন

ভারতীয় অলাভজনক ইসলামী সংস্থা

ইসলামী গবেষনা ও শিক্ষা ফাউন্ডেশন (ইংরেজি: Islamic Research and Educational Foundation, সংক্ষেপে IREF-আইআরইএফ) একটি ভারতীয় অলাভজনক ইসলামী সংস্থা। সংস্থাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে ১৯৯৮ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির সংক্ষিপ্ত নাম হলো আইআরইএফ (IREF)।

ইতিহাস সম্পাদনা

ইসলামী গবেষনা ও শিক্ষা ফাউন্ডেশন (IREF) ব্রি. ইমরান ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের হায়দ্রাবাদে প্রতিষ্ঠা করেন। তিনি মুজতবা হুসেন সিদ্দিকীর জন্য অত্যন্ত জনপ্রিয়। ব্র. ইমরান ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রিয়াদের কেএসএ-তে নিযুক্ত ছিলেন।

২০০৫ সালে, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করে যে সংস্থাটি পরামর্শ দিয়েছে যে মহিলারা হিজাব না পরলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সংস্থার একজন মহিলা কর্মী আমতুল মতিনও পরামর্শ দিয়েছিলেন যে "নারীর পক্ষে শুধুমাত্র মহিলাদের নেতৃত্ব দেওয়া ভালো"। আমতুল মতিন আরও বলেন যে "নারী তার স্বামীর কতৃ হতে পারবে একমাত্র বাড়িতে।"[১]

সংগঠনটি জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য করার জন্য নানা কর্মসূচি এবং কার্যক্রম গ্রহণ করেছে।[২]

লক্ষ্য ও কার্যক্রম সম্পাদনা

আইআরইএফ-এর লক্ষ্য হলো ইসলামের শান্তির বার্তা প্রচার করা।[৩] IREF প্রতি বছর বাচ্চাদের ক্যাম্প পরিচালনা করে। সেখানে বাচ্চাদের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে শেখানো হয়, কীভাবে সালাত আদায় করতে হয় সেটা শেখানো হয় এবং কীভাবে বাবা-মায়ের বাধ্য হতে হয় তাও শেখানো হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'Wear a hijab when in male company'"The Times of India। ১০ অক্টোবর ২০০৫। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Lecture on 'Jihad of Sahaba and today's terrorism'" 
  3. "IREF children meet Cyberabad Police Chief | The Siasat Daily"Siasat.com। ২০১৩-০৫-০২। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০৯ 

বহিঃসংযোগ সম্পাদনা