ইসলামি বিশ্ববিদ্যালয়, নাইজার

নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয় বা নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয় (আইইউআইএন) নিয়ামের পশ্চিমে নাইজারের সেয়ে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়।[২] বিশ্ববিদ্যালয়টি আরবি, ফরাসি এবং ইংরেজি এই তিনটি ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

ইসলামী বিশ্ববিদ্যালয়, নাইজার
অন্যান্য নাম
নাইজার ইসলামী বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারী
স্থাপিত১৯৮৪[১]
অধিভুক্তিইসলামি সহযোগিতা সংস্থা
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
অবস্থান,
ওয়েবসাইটuniversite-say.com
মানচিত্র

বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয় নিয়ামে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

১৯৭৪ সালে লাহোর (পাকিস্তান) -তে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের দ্বিতীয় ইসলামী শীর্ষ সম্মেলন(ওআইসি) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সুপারিশে বিশ্ববিদ্যালয়টি(আইইউআইএন) স্থাপনের কার্যক্রম শুরু হয়।[২]


পশ্চিম আফ্রিকার মুসলিম উম্মাহ এবং সাধারণভাবে মুসলিম বিশ্বের প্রয়োজনের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে ওঠাই এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের মূল উদ্দেশ্য। বিশ্ব প্রতিযোগিতায় নতুন প্রজন্মের মুসলমানদের প্রযুক্তিগত ও নৈতিকভাবে গড়ে ওঠা ও প্রচার-প্রসার করার মাধ্যম হিসাবে ব্যবহার করা এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের আর একটি উদ্দেশ্য।

১৯৮৪ সালে[৩][২] একশ বা ততোধিক শিক্ষার্থী আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা বিভাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। আইইউআইএন ফেডারেশন অফ ইউনিভার্সিটি অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (এফইউআইডব্লুউ)-এর সদস্য।

শিক্ষায়তনিক সম্পাদনা

পাঁচটি অনুষদ, দুটি সেন্টার এবং দুটি ইনস্টিটিউটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।

অনুষদ সম্পাদনা

  • শরিয়া ও আইন অনুষদ
  • আরবি ভাষা ও মানব বিজ্ঞান অনুষদ
  • বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
  • অর্থনীতি ও ব্যবস্থাপনা অনুষদ
  • কৃষি অনুষদ

ইনস্টিটিউট সম্পাদনা

  • শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক উচ্চশিক্ষা ইনস্টিটিউট
  • নিম্ন স্তরের বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত কেন্দ্রের জন্য আইকিআরএ ইনস্টিটিউট

প্রকাশনা সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি থেকে অ্যানালাল অফ দ্যা ইসলামিক ইউনিভার্সিটি নামে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Islamic University in Niger | UIA Yearbook Profile | Union of International Associations"uia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  2. "Islamic University of Niger | Admission | Tuition | University"www.unipage.net। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 
  3. "Islamic University of Niger | Ranking & Review"www.4icu.org। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা