ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়

ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জোরখালি বাজারে অবস্থিত।[১]

ইতিহাস সম্পাদনা

এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। ডাঃ মোঃ ওয়াছিম উদ্দিন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।

অবকাঠামো সম্পাদনা

বিদ্যালয়ে রয়েছে বিশাল খেলার মাঠ। এর অধীনে আছে একটি পুকুর, একটি শহীদ মিনার। বিদ্যালয়টি জোরখালি বাজার-বালিজুড়ী বাজার সড়কের পার্শ্বে অবস্থিত।

পরিচালনা পরিষদ সম্পাদনা

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এস এম রেজাউল ইসলাম। বিদ্যালয়টি সক্রিয় পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  2. Durjoy, Abdullah (27-02-2017)। "ISLAMABAD WASIM UDDIN HIGH SCHOOL"deb.gov.bd। Abdullah Durjoy। ২০১৭-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2017-02-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)