ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন
(ইসলামপুর ইউনিয়ন, কক্সবাজার সদর থেকে পুনর্নির্দেশিত)

ইসলামপুর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও উপজেলার একটি ইউনিয়ন

ইসলামপুর
ইউনিয়ন
১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ
ইসলামপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
ইসলামপুর বাংলাদেশ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
বাংলাদেশে ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৩৫′৩৩″ উত্তর ৯২°৪′১২″ পূর্ব / ২১.৫৯২৫০° উত্তর ৯২.০৭০০০° পূর্ব / 21.59250; 92.07000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলাঈদগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যাননুরুল আলম (ভারপ্রাপ্ত)
আয়তন
 • মোট১০.৪৫ বর্গকিমি (৪.০৩ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৪,৭৫৮
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩০.৬৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের আয়তন ২৫৮২ একর (১০.৪৫ বর্গ কিলোমিটার)।[১] এটি ঈদগাঁও উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৪,৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ৭,৭২৭ জন এবং মহিলা ৭,০৩১ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

ঈদগাঁও উপজেলার সর্ব-উত্তরে ইসলামপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পোকখালী ইউনিয়ন, দক্ষিণে পোকখালী ইউনিয়নইসলামাবাদ ইউনিয়ন এবং পূর্বে ও উত্তরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ইসলামপুর ইউনিয়ন ঈদগাঁও উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ঈদগাঁও থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • বাঁশকাটা
  • মাদ্রাসাপাড়া
  • মধ্য নাপিতখালী
  • পূর্ব নাপিতখালী
  • উত্তর নাপিতখালী
  • ভিলেজারপাড়া
  • হাজীপাড়া
  • ঘোনাপাড়া
  • জুমনগর
  • পূর্ব বামনকাটা
  • বামনকাটা
  • পশ্চিম বামনকাটা
  • ধর্মেরছড়া
  • খানঘোনা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.৬৩%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়

[২]

মাদ্রাসা

[৩]

প্রাথমিক বিদ্যালয়
  • খানঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৪]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের পশ্চিম প্রান্ত দিয়ে নাপিতখালী খাল প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে মিশেছে।[৫]

হাট-বাজার সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল ইসলামপুর বাজার এবং নতুন অফিস বাজার।[৬]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান(ভারপ্রাপ্ত):নুরুল আলম

১ নাম্বার ওয়ার্ড - জসিম উদ্দিন ২ নাম্বার ওয়ার্ড - নুরুল আলম ৩ নাম্বার ওয়ার্ড - নুর মোহাম্মদ ৪ নাম্বার ওয়ার্ড - ওবায়দুল হক ৫ নাম্বার ওয়ার্ড - আব্দু শুক্কুর ৬ নাম্বার ওয়ার্ড - শাহাবুদ্দিন ৭ নাম্বার ওয়ার্ড - ইদ্রিস রানা ৮ নাম্বার ওয়ার্ড - ইদ্রিস রানা ৯ নাম্বার ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার: ১,২,৩- তাহেরা বেগম ৪,৫,৬- জাহেদা বেগম

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা