ইলজে জাউনাল্কস্নে

লাতভীয় সাংবাদিক

ইলজে জাউনাল্কস্নে হলেন লাটভিয়ার একজন সাংবাদিক, যিনি সাম্প্রতিক ঘটনাবলি সংক্রান্ত অনুষ্ঠান ডি ফ্যাক্টো উপস্থাপনা করতেন।[১][১][২]

ইলজে জাউনাল্কস্নে
জন্ম (1976-11-19) ১৯ নভেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
জুরমালা, লাটভিয়া
মাতৃশিক্ষায়তনলাটভিয়া বিশ্ববিদ্যালয়
পেশাসাংবাদিক
কর্মজীবন১৯৯৯ - বর্তমান

জীবনী সম্পাদনা

ইলজে জাউনাল্কস্নে ১৯৭৬ সালের ১৯ নভেম্বর লাটভিয়ার জুরমালায় শহরে জন্মগ্রহণ করেন। তিনি লাটভিয়ার রাজধানী রিগায় অবস্থিত লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।

২০০৬ সালের মার্চে তার উপস্থাপিত ডি ফ্যাক্টো অনুষ্ঠানে লাটভিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতিবিদদের অর্থের বিনিময়ে ভোট ক্রয়ের খবর প্রকাশিত হয়।[১][৩] এই ঘটনার পরিপ্রেক্ষিতে, দেশটির এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়, ভোট ক্রয়ের দায়ে দেশটির কিছু উচ্চপর্যায়ের রাজনীতিবিদ অভিযুক্ত হন।[৩] এরপর, তার ফোনে আড়িপাতা হয়।[১]

তার ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ সংঘটিত হবার দরুন তিনি সরকারের বিরুদ্ধে আদালতে যান; এ ধরনের ঘটনা দেশটিতে প্রথমবারের মত সংঘটিত হয়।[১][২][৪] তিনি মামলায় জিতেন এবং তার ফোনে আড়িপেতে তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার দরুন তাকে এক লক্ষ লাটস (এক লক্ষ সাতাশি হাজার মার্কিন ডলার) ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় দেশটির আদালত।[১]

সম্মাননা সম্পাদনা

তাকে ২০০৭ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করা হয়।[১][২][৫] তিনি গর্ভবতী থাকার দরুন অনুষ্ঠান্র উপস্থিত থেকে নিজে পুরস্কার গ্রহণ করতে পারেন নি।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Latvian Journalist Who Exposed Government Corruption Honored | IIP Digital
  2. Honorees
  3. "AWIU » 2007 WOC – Ilze Jaunalksne"। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯ 
  4. "The decision in case about claim of Ilze Jaunalksne against compensation of moral harm will be announced on February 18 - February - 2010 - Archive 2003-2012 - About trials - ..."। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯ 
  5. "US trumpets achievement of Latvian journalist"। eng.lsm.lv। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭ 
  6. Terrific Women | National Review Online