ইয়াপ ফুটবল অ্যাসোসিয়েশন

ইয়াপ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Yap Soccer Association; এছাড়াও সংক্ষেপে ওয়াইএসএ নামে পরিচিত) হচ্ছে মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের ইয়াপ দ্বীপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যের ইয়াপে অবস্থিত।

ইয়াপ ফুটবল অ্যাসোসিয়েশন
ওএফসি
প্রতিষ্ঠিত১৯৮৩; ৪১ বছর আগে (1983)
সদর দপ্তরইয়াপ, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য
ফিফা অধিভুক্তিনেই
ওএফসি অধিভুক্তিনেই
সভাপতিমাইক্রোনেশিয়া যুক্তরাজ্য পিটার তিরুওয়েপি

এই সংস্থাটি পুরুষ দলের সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ইয়াপ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পিটার তিরুওয়েপি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Yap Soccer Association has elected their three delegates to attend the FSMFA General Meeting of Delegates"mywebpages.comcast.net। ১৪ জুন ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা