ইয়ানিক হাবেরার

জার্মান ফুটবলার

ইয়ানিক হাবেরার (জার্মান: Janik Haberer; জন্ম: ২ এপ্রিল ১৯৯৪) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইয়ানিক হাবেরার
২০১৬ সালে জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে হাবেরার
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-04-02) ২ এপ্রিল ১৯৯৪ (বয়স ৩০)
জন্ম স্থান ভাঙ্গেন ইম আলগাউ, জার্মানি
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইউনিয়ন বার্লিন
জার্সি নম্বর ১৯
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৯, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২ সালে, হাবেরার জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইয়ানিক হাবেরার ১৯৯৪ সালের ২রা এপ্রিল তারিখে জার্মানির ভাঙ্গেন ইম আলগাউতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

হাবেরার জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ১৭ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kader – 1. FC Union Berlin" [দল – ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন]। fc-union-berlin.de (জার্মান ভাষায়)। বার্লিন: ১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  2. "1. FC Union Berlin – Bundesliga" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – বুন্দেসলিগা]। bundesliga.com (ইংরেজি ভাষায়)। বুন্দেসলিগা। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 
  3. "1. FC Union Berlin – Kader – Bundesliga 2022/23 – kicker" [১. ফুটবল ক্লাব ইউনিয়ন বার্লিন – দল – বুন্দেসলিগা ২০২২/২৩ – কিকার]। kicker.de (জার্মান ভাষায়)। নুরেমবার্গ: কিকার। ২২ এপ্রিল ২০২৩। ২২ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা