ইভোঁ এমভোগো

সুইজারল্যান্ডীয় ফুটবলার

ইভোঁ লঁদ্রি এমভোগো এনগানোমা (ফরাসি: Yvon Mvogo; জন্ম: ৬ জুন ১৯৯৪; ইভোঁ এমভোগো নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেদারল্যান্ডসের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর এরেডিভিজির ক্লাব পিএসভি এইন্থোভেন এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

ইভোঁ এমভোগো
২০১৮ সালে আরবি লাইপৎসিশের হয়ে এমভোগো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইভোঁ লঁদ্রি এমভোগো এনগানোমা
জন্ম (1994-06-06) ৬ জুন ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান ইয়ায়ুন্দে, ক্যামেরুন
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
পিএসভি এইন্থোভেন
(আরবি লাইপৎসিশ হতে ধারে)
জার্সি নম্বর ৩৮
যুব পর্যায়
0000–২০১২ ইয়াং বয়েজ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৭ ইয়াং বয়েজ ১২৪ (০)
২০১৭– আরবি লাইপৎসিশ (০)
২০২০–পিএসভি এইন্থোভেন (ধার) ২০ (০)
জাতীয় দল
২০১১ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ (০)
২০১২–২০১৩ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (০)
২০১৩–২০১৭ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৮– সুইজারল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:২৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:২৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, এমভোগো সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি ফিফা বিশ্বকাপ (২০১৮) এবং ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইভোঁ লঁদ্রি এমভোগো এনগানোমা ১৯৯৪ সালের ৬ই জুন তারিখে ক্যামেরুনের ইয়ায়ুন্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2018 FIFA World Cup: List of players" (পিডিএফ)। FIFA। ২৪ জুন ২০১৮। পৃষ্ঠা 30। ১৯ জুন ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা