ইভান কোলেন্দাভেল্লু

মরিশাসীয় রাজনীতিবিদ

ইভান কোলেন্দাভেলু হলেন মরিশাসের একজন রাজনীতিবিদ যিনি মরিশাসের সহকারী প্রধানমন্ত্রী [১] এবং মরিশাসের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। [২] তিনি জ্বালানি ও পাবলিক ইউটিলিটি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। [৩] ২০২০ সালের জুলাই মাসে, মরিশাসের প্রধানমন্ত্রী তার অফিস থেকে কোলেন্দাভেল্লুকে প্রতিস্থাপন করেছিলেন কারণ তিনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন। [৪] [৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "High Commission of India, Port Louis, Mauritius"High Commission of India, Mauritius। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  2. "Hon. COLLENDAVELLOO Ivan Leslie - Mauritius National Assembly"National Assembly of Mauritius। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  3. "Bilateral meeting on Energy Efficiency with Mauritius Government"Bureau of Energy Efficiency 
  4. "Mauritian prime minister replaces minister accused of graft"Economist Intelligence Unit। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১ 
  5. "Mauritian Prime Minister Fires Deputy Over Corruption Report"Bloomberg Television