ইব্রাহিম আউয়াল

কাতারি ফুটবলার

ইব্রাহিম আউয়াল (আরবি: إبراهيم أول; জন্ম: ২০ জুলাই ১৯৯০) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি তার খেলোয়াড়ি জীবনে আল খুর এবং কাতার জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

ইব্রাহিম আউয়াল
২০১২ সালে আল খুরের হয়ে ইব্রাহিম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-07-20) ২০ জুলাই ১৯৯০ (বয়স ৩৩)
জন্ম স্থান আক্রা, ঘানা
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮–২০১৫ আল খুর ৬৪ (১৯)
২০১১–২০১২আল রাইয়ান (ধার) (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৪৮, ২০ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৮, ২০ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ইব্রাহিম আউয়াল ১৯৯০ সালের ২০শে জুলাই তারিখে ঘানার আক্রায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ibrahim Awal - Detailed stats"Transfermarkt। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২ 
  2. "Ibrahim Awal » Club matches"worldfootball.net। ২০ জুলাই ১৯৯০। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা