ইন্দোচীনা স্পিটিং কোবরা

সরীসৃপ (সাপ, সর্প)

ইন্ডোচাইনিজ স্পিটিং কোবরা (বৈজ্ঞানিক নাম: Naja siamensis) উত্তর-পূর্ব এশিয়াজাত এলাপিড পরিবারভুক্ত এবং স্পিটিং কোবরা প্রজাতির বিষধর সাপ। এরা থাই স্পিটিং কোবরা বা ব্ল্যাক এন্ড হোয়াইট স্পিটিং কোবরা নামেও পরিচিত।

ইন্ডোচাইনিজ স্পিটিং কোবরা
(Indochinese spitting cobra)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
উপপর্ব: Vertebrata
শ্রেণী: সরীসৃপ
বর্গ: Squamata
উপবর্গ: Serpentes
পরিবার: Elapidae
গণ: Naja
প্রজাতি: N. siamensis
দ্বিপদী নাম
Naja siamensis
Laurenti, 1768
Naja siamensis distribution

শ্রেণিবিন্যাস

সম্পাদনা

নিম্নে চিত্রিত ক্ল্যাডোগ্রাম বা শাখা বিন্যাস্টি বিভিন্ন নাজা বর্গভুক্ত সর্পপ্রজাতির শ্রেণিবিন্যাস ও সম্প্ররককে বিশ্লেষণ এবং প্রকাশ করে।[]

নাজা
(নাজা)

Naja (Naja) naja গোখরা

Naja (Naja) kaouthia মোনোক্লেড কোবরা

Naja (Naja) atra চাইনিজ কোবরা

Naja (Naja) mandalayensis মান্ডালায় স্পিটিং কোবরা

Naja (Naja) siamensis

Naja (Naja) sputatrix জাভান স্পিটিং কোবরা

(আফ্রোনাজা)

Naja (Afronaja) pallida রেড স্পিটিং কোবরা

Naja (Afronaja) nubiae নুবিয়ান স্পিটিং কোবরা

Naja (Afronaja) katiensis মালি কোবরা

Naja (Afronaja) nigricollis ব্ল্যাক নেকড স্পিটিং কোবরা

Naja (Afronaja) ashei জায়েন্ট স্পিটিং কোবরা / অ্যাসেস স্পিটিং কোবরা

Naja (Afronaja) mossambica মোজাম্বিকিউ স্পিটিং কোবরা

Naja (Afronaja) nigricincta জেব্রা স্পিটিং কোবরা

(বৌলেনগেরিনা)

Naja (Boulengerina) multifasciata বরোইং কোবরা

Naja (Boulengerina) christyi কঙ্গো ওয়াটার কোবরা

Naja (Boulengerina) annulata ব্যান্ডেড ওয়াটার কোবরা

Naja (Boulengerina) melanoleuca ফরেস্ট কোবরা

(ইউরাইউস)

Naja (Uraeus) nivea কেপ কোবরা

Naja (Uraeus) senegalensis সেনেগালেস কোবরা

Naja (Uraeus) haje ইজিপ্টিয়ান কোবরা

Naja (Uraeus) arabica আরাবিয়ান কোবরা

Naja (Uraeus) annulifera স্নাউটেড কোবরা

Naja (Uraeus) anchietae অ্যানচিয়েটাস কোবরা

অন্যান্য কোবরা প্রজাতির মত, ইন্দোচাইনীজ স্পিটিং কোবরার বিষ মূলতঃ পোষ্টসাইন্যাপটিক নিউরোটক্সিক এবং সাইটোটক্সিন দ্বারা গঠিত, যা কোশের পচন বা মৃত্যু ঘটায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Stuart, B., Thy, N., Chan-Ard, T., Nguyen, T.Q. & Bain, R. (২০১২)। "Naja siamensis"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.1প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১২ 
  2. Wallach, V.; Wüster, W.; Broadley DG. (২০০৯)। "In praise of subgenera: taxonomic status of cobras of the genus Naja Laurenti (Serpentes: Elapidae)" (পিডিএফ)Zootaxa (ইংরেজি ভাষায়)। 2236: 26–36।