ইন্তিখাব আলম

ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানী ক্রিকেটা

ইন্তিখাব আলম খান (উর্দু:انتخاب عالم خان; জন্ম: ২৮ ডিসেম্বর, ১৯৪১) ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুর এলাকায় জন্মগ্রহণকারী সাবেক পাকিস্তানি ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের পক্ষে টেস্টএকদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়াও পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্তিখাব আলমকাউন্টি ক্রিকেটে সারে ক্লাবের প্রতিনিধিত্ব করেন তিনি।

ইন্তিখাব আলম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1941-12-28) ২৮ ডিসেম্বর ১৯৪১ (বয়স ৮২)
হোসিয়ারপুর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
(বর্তমানে ভারত)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি
ম্যাচ সংখ্যা ৪৭ ৪৮৯
রানের সংখ্যা ১৪৯৩ ১৭ ১৪৩৩১
ব্যাটিং গড় ২২.২৮ ৮.৫০ ২২.১৪
১০০/৫০ ১/৮ -/- ৯/৬৭
সর্বোচ্চ রান ১৩৮ ১০ ১৮২
বল করেছে ১০৪৭৪ ১৫৮ ৯১৭৩৫
উইকেট ১২৫ ১৫৭১
বোলিং গড় ৩৫.৯৫ ২৯.৫০ ২৭.৬৭
ইনিংসে ৫ উইকেট ৮৫
ম্যাচে ১০ উইকেট - ১৩
সেরা বোলিং ৭/৫২ ২/৩৬ ৮/৫৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২০/- -/- ২২৮/-
উৎস: ক্রিকইনফো, ১ মার্চ ২০১৭

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭ টেস্ট ও ৪টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। এছাড়াও ১৯৬৯ থেকে ১৯৭৫ মেয়াদে পাকিস্তান দলকে ১৭ টেস্টে অধিনায়কত্ব করেন। ১৯৫৯-৬০ মৌসুমে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত টেস্টে স্মরণীয় সাফল্য পান। ৫ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে করাচির জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে কলিন ম্যাকডোনাল্ডকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটলাভকারী বোলারদের একজন হন তিনি।[১]

পাকিস্তানের প্রথম একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কত্ব করার গৌরব অর্জন করেন। ৩ খেলায় অধিনায়কত্ব করে দুইটিতে জয় ও একটিতে পরাজয়বরণ করে তার দল।

কোচ সম্পাদনা

১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী পাকিস্তান দলের কোচের দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে ভারতের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে প্রথম বিদেশী কোচ হিসেবে পাঞ্জাব দলকে পরিচালনা করেন তিনি। ২৫ অক্টোবর, ২০০৮ তারিখে পিসিবি কর্তৃক তাকে জাতীয় দলের কোচের দায়িত্বভার অর্পণ করা হয়। এর আগের দিন জিওফ লসনকে এ দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল।[২] ২০০৯ সালে দলের কোচ থাকা অবস্থায় পাকিস্তান দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো টুয়েন্টি২০ বিশ্বকাপের শিরোপা জয় করে।

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Australia in Pakistan (1959 – 1960): Scorecard of third Test"। Cricinfo। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৯, ২০১০ 
  2. "Intikhab Alam offered coach's role"Cricinfo। ২৫ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১০ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
সাঈদ আহমেদ
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক
১৯৬৯-১৯৭৩
উত্তরসূরী
মজিদ খান
পূর্বসূরী
মজিদ খান
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক
১৯৭৪-১৯৭৬
উত্তরসূরী
মুশতাক মোহাম্মদ
পূর্বসূরী
জিওফ লসন
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ
২০০৮-২০১০
উত্তরসূরী
ওয়াকার ইউনুস