ইথেল মারম্যান

আমেরিকান অভিনেত্রী

ইথেল মারম্যান (ইংরেজি: Ethel Merman; ইথেল অ্যাগনেস জিমারমান, ১৬ জানুয়ারি ১৯০৮ - ১৫ ফেব্রুয়ারি ১৯৮৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা।[১] তিনি তার বৈচিত্রময় ও শক্তিশালী কণ্ঠস্বর ও গীতিনাট্যে তার প্রধান চরিত্রে কাজের জন্য প্রসিদ্ধ ছিলেন। তাকে "সঙ্গীতধর্মী হাস্যরসাত্মক মঞ্চনাটকে অবিসংবাদিত ফার্স্ট লেডি" হিসেবে আখ্যায়িত করা হয়।[২] তিনি ১৯৫১ সালে কল মি ম্যাডাম নাটকে অভিনয় করে গীতিনাট্যে সেরা অভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন এবং এই নাটকের চলচ্চিত্ররূপে (১৯৫৩) অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

ইথেল মারম্যান
Ethel Merman
১৯৬৭ সালে মারম্যান
জন্ম
ইথেল অ্যাগনেস জিমারমান

(১৯০৮-০১-১৬)১৬ জানুয়ারি ১৯০৮
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ১৯৮৪(1984-02-15) (বয়স ৭৬)
নিউ ইয়র্ক সিটি
সমাধিরিমেম্বারেন্স মাজার, কলোরাডো স্প্রিংস, কলোরাডো
পেশাঅভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৩০-১৯৮২
দাম্পত্য সঙ্গীউইলিয়াম স্মিথ (বি. ১৯৪০; বিচ্ছেদ. ১৯৪১)
রবার্ট লেভিট সিনিয়র (বি. ১৯৪১; বিচ্ছেদ. ১৯৫২)
রবার্ট সিক্স (বি. ১৯৫৩; বিচ্ছেদ. ১৯৬০)
আর্নেস্ট বোর্গনাইন (বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৬৪)
সন্তান

ব্রডওয়ে মঞ্চে তার গাওয়া উল্লেখযোগ্য গানসমূহ হল গার্ল ক্রেজি নাটকে "আই গট রিদম", জিপসি নাটকে "এভরিথিংস কামিং আপ রোজেস", "সাম পিপল", ও "রোজ্‌স টার্ন", এবং কোল পোর্টারের সুরে রেড, হট অ্যান্ড ব্লু-এ "ইট্‌স ডা-লাভলি" ও অ্যানিথিং গোজ-এর "আই গেট আ কিক আউট অব ইউ", "ইউ আর দ্য টপ" ও "অ্যানিথিং গোজ"। জিপসি নাটকের গানের জন্য তিনি সেরা গীতিনাট্য অ্যালবাম বিভাগে একটি গ্র্যামি পুরস্কার অর্জন করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অবিচুয়ারি", ভ্যারাইটি, ২২ ফেব্রুয়ারি ১৯৮৪।
  2. "Merman 101: Ethel Merman Biography - Part I"মিউজিক্যালস ১০১। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা