ইটনের ল্যাঞ্জাহাঁস

পাখির প্রজাতি

ইটনের ল্যাঞ্জাহাঁস (বৈজ্ঞানিক নাম: Anas eatoni) Anatidae (অ্যানাটিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত Anas (আনুস) গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির বড় আকারের হাঁস। পাখিটি শুধুমাত্র ভারত মহাসাগরের কার্গেলেন ও ক্রোজেট দ্বীপেই দেখা যায়। প্রজাতিটির দু'টি উপপ্রজাতি রয়েছে: A. eatoni eatoni (কার্গেলেন ল্যাঞ্জাহাঁস) and A. eatoni drygalskii (ক্রোজেট ল্যাঞ্জাহাঁস)। কার্গেলেন দ্বীপের শুধুমাত্র উপকূলীয় অঞ্চলে এদের দেখা মেলে, যা দ্বীপের মোট ভূমির মাত্র ২০ শতাংশ। eatoni উপপ্রজাতিটিকে ১৯৫০ ও ১৯৬০ এর দশকে আমস্টারডাম দ্বীপে অবমুক্ত করা হলেও '৭০-এর দশকে এদের কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় নি।[২] ইটনের ল্যাঞ্জাহাঁসের বৈজ্ঞানিক নামের অর্থ ইটনের হাঁস (লাতিন: anus = হাঁস, eatoni = ইটনের, প্রখ্যাত ব্রিটিশ প্রকৃতিবিদ আলফ্রেড অ্যাডমন্ড ইটনের নামানুসারে)। সারা পৃথিবীতে মাত্র ১ হাজার ৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস।[৩] বিগত কয়েক দশক ধরে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। সেকারণে আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে।[১] মূলত দ্বীপ দু'টিতে অবমুক্ত করা বিড়ালের কারণে এ প্রজাতিটি এখন হুমকির সম্মুখীন।

ইটনের ল্যাঞ্জাহাঁস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Anseriformes
পরিবার: Anatidae
উপপরিবার: Anatinae
গণ: Anas
প্রজাতি: A. eatoni
দ্বিপদী নাম
Anas eatoni
(Sharpe, 1875)
উপপ্রজাতি
  • A. e. eatoni (Sharpe, 1875)
    (কার্গেলেন ল্যাঞ্জাহাঁস)
  • A. e. drygalskii (Reichenow, 1875)
    (ক্রোজেট ল্যাঞ্জাহাঁস)
প্রতিশব্দ

Dafila eatoni

১৮৯৫ সালে অঙ্কিত ছানাসহ ইটনের ল্যাঞ্জাহাঁস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Anas eatoni"The IUCN Red List of Threatened Species। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৩ 
  2. Ogilvie, M.; Young, S. 1998. Photographic handbook of the wildfowl of the world. New Holland, London.
  3. "Eaton's Pintail Anas eatoni"BirdLife International। ২০১৫-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

  • ARKive, ইটনের ল্যাঞ্জাহাঁস বিষয়ক আরও তথ্য, আলোকচিত্র ও ভিডিও।