ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট[১] হল রাজধানী ঢাকায় উত্তরা রোড এ অবস্থিত বাংলাদেশের এভিয়েশন কলেজগুলোর মধ্যে একটি। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার অন্যতম কলেজ। কলেজটি ওমর-সুলতান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়।[২]

ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট
UCASM
নীতিবাক্যউন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ
ধরনবেসরকারি
স্থাপিত২০০৮
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়
অবস্থান
ওয়েবসাইটwww.uca.edu.bd
মানচিত্র

অবস্থান সম্পাদনা

ঢাকা শহরের উত্তরা ৩নং সেক্টরের ৪নং সড়কের ১৬নং বাড়িতে অবস্থিত।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যতম এই কলেজটিতে বিভিন্ন উচ্চতর বিভাগে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এভিয়েশন ম্যানেজমেন্ট, কেবিন-ক্রু, ই-টিকেটিং ও আইটি বিষয়ক কিছু শর্ট কোর্স রয়েছে।[৩]

বিভাগ সম্পাদনা

  • বি এস সি ইন বিমান প্রকৌশল ইঞ্জিনিয়ারিং
  • বি এস সি ইন কম্পিউটার প্রকৌশল ইঞ্জিনিয়ারিং
  • বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট
  • লেভেল-৬ ইন বিমান প্রকৌশল ইঞ্জিনিয়ারিং
  • হাইয়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন বিমান প্রকৌশল ইঞ্জিনিয়ারিং
  • ন্যাশনাল ডিপ্লোমা ইন বিমান প্রকৌশল ইঞ্জিনিয়ারিং
  • হাইয়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন ব্যবসায় শিক্ষা

শর্ট কোর্সসমূহ সম্পাদনা

  • এভিয়েশন ম্যানেজমেন্ট
  • কেবিন-ক্রু
  • ই-টিকেটিং
  • আইটি প্রফেশনাল কোর্স

প্রফেশনাল কোর্সসমূহ সম্পাদনা

  • পাইলট কোর্স
  • Easa part-66 লাইসেন্স পরীক্ষা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ওয়েবসাইট"। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫ 
  2. "Pearson qualifications- Edexcel, BTEC, LCCI and EDI"Pearson 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা