আহসান আদেলুর রহমান

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

আহসান আদেলুর রহমান আদেল হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য। তিনি নীলফামারী-৪ থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য।[২] তিনি জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

আহসান আদেলুর রহমান (আদেল)
জাতীয় সংসদ সদস্য
নীলফামারী-৪ আসনের
জাতীয় সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৯
পূর্বসূরীশওকত চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1979-01-01) ১ জানুয়ারি ১৯৭৯ (বয়স ৪৫)
কিশোরগঞ্জ, নীলফামারী
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি (এরশাদ)
দাম্পত্য সঙ্গীসারা শাওলিন দিশা
সন্তান১ মেয়ে (আলিনা আদেল)
পিতামাতাডঃ আসাদুর রহমান, মেরিনা রহমান
আত্মীয়স্বজনহুসেইন মুহাম্মদ এরশাদ (মামা)
পেশারাজনীতি
জীবিকাচাকুরি
কমিটিঅনুমিত হিসাব সম্পর্কিত কমিটি [১]
ধর্মইসলাম

আদেল নীলফামারী জেলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা ডঃ আসাদুর রহমান ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন এবং মাতার নাম মেরিনা রহমান। আদেল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ভাগিনা | তিনি এমবিএ সম্পন্ন করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইসলামিক ব্যাংকে কর্মরত ছিলেন।[৩]

আদেল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নীলফামারী-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। পরে তিনি মহাজোটের প্রার্থী ঘোষিত হন। আদেল লাঙল প্রতীক নিয়ে ২ লাখ ৩৬ হাজার ৯শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হন | [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি"www.parliament.gov.bd। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  2. "নির্বাচনী এলাকাঃ ১৫ নীলফামারী-৪"www.parliament.gov.bd। ২০২১-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৩ 
  3. "হলফনামা" (পিডিএফ)নির্বাচন কমিশন। ২০২২-১২-০৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১ 
  4. "নীলফামারী ৪: লাঙ্গলের আদেলুর রহমান আদেল বেসরকারি ফলে জয়ী"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০১