আহমাদ আহমাদ (জন্ম: ৩০ ডিসেম্বর ১৯৫৯) হলেন একজন মালাগাসি ফুটবল প্রশাসক ও রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে যোগ দেওয়ার আগে, যুবক বয়সে ফুটবলার এবং পরে ফুটবল প্রশিক্ষক ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন[১] এবং বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

আহমাদ আহমাদ
সিএএফ সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ মার্চ ২০১৭
পূর্বসূরীইশা হায়াতু
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1959-12-30) ৩০ ডিসেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
মাহাজঙ্গা, মাদাগাস্কার
জাতীয়তামালাগাসি
পেশারাজনীতিবিদ
ফুটবল প্রশাসক

২০১৭ আহমাদ আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি সিএএফ-এর ৭ম সভাপতি। এর পূর্বে তিনি এর কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।[২]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আহমাদ মাদাগাস্কারের ক্রীড়া সম্পাদক ছিলেন এবং তারপরে মৎস্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একজন সেনেটর, ২০১৬ সালে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হেরি রাজাওনারিমাম্পিয়ানিনা তাকে সেনেটের ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে।

ফুটবল প্রশাসক সম্পাদনা

আহমাদ মূলত ফুটবল প্রশিক্ষক ছিলেন। ২০০৩ সালে তিনি মালাগাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।[৩] ২০১৭ সালের ১৬ মার্চ তিনি আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, তিনি ৩৪-২০ ভোটে জয়লাভ করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল প্রাক্তন সভাপতি ইশা হায়াতু, যে ১৯৯৮-২০১৭ পর্যন্ত এর সভাপতি ছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ahmad replaces Issa Hayatou as African football chief"Al Jazeera। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮ 
  2. "Madagascar FA chief Ahmad elected as new Caf president"BBC News। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭ 
  3. "AHMAD - FIFA.com"FIFA.com। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৮