আহমদ আল বাখিত আল মিনহালি (আরবি: أحمد المنهالي, ইংরেজি: Ahmed Al-Minhali; জন্ম: ৫ মে ১৯৯৯; আহমদ আল মিনহালি নামে সুপরিচিত) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

আহমদ আল মিনহালি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমদ আল বাখিত আল মিনহালি
জন্ম (1999-05-05) ৫ মে ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান কাতার
উচ্চতা ১.৬৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাইলিয়াহ
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০১৯ আল সাইলিয়াহ ১৪ (০)
২০১৯–২০২১ আল দুহাইল (০)
২০১৯–২০২১আল সাইলিয়াহ (ধার) ৩৪ (০)
২০২১– আল সাইলিয়াহ ১৮ (০)
জাতীয় দল
২০১৬–২০১৮ কাতার অনূর্ধ্ব-২০ (০)
২০১৮–২০২১ কাতার অনূর্ধ্ব-২৩ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:২৩, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:২৩, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬ সালে, আহমদ আল মিনহালি কাতার অনূর্ধ্ব-২০ দলের হয়ে কাতারের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।[১]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আহমদ আল বাখিত আল মিনহালি ১৯৯৯ সালের ৫ই মে তারিখে কাতারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

আহমদ আল মিনহালি কাতার অনূর্ধ্ব-২০ এবং কাতার অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে কাতারের প্রতিনিধিত্ব করেছেন। কাতারের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৬ বছরে ১৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Yemen U19 vs. Qatar U19 - 17 October 2016"Soccerway। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 
  2. "Ahmed Al-Minhali » Internationals"worldfootball.net। ৫ মে ১৯৯৯। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা