আসিম মুনির (জেনারেল)

আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর একজন জেনারেল এবং বর্তমান সেনাপ্রধান। সেনাপ্রধান হওয়ার পূর্বে তিনি সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। তিনি গুজরানওয়ালার ৩০ কোরের কমান্ডার ছিলেন ১৭ জুন ২০১৯ তারিখ থেকে ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত। তিনি লেঃ জেনারেল পদবীতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ছিলেন ২০১৯ সালের ১৬ জুন পর্যন্ত।[১][২]

জেনারেল

আসিম মুনির
আনুগত্য পাকিস্তান
সেবা/শাখা পাকিস্তান সেনাবাহিনী
কার্যকাল১৯৮৬ - বর্তমান
পদমর্যাদাজেনারেল
ইউনিট২৩ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট
নেতৃত্বসমূহপাকিস্তানি সেনাপ্রধান,
কোয়ার্টার মাস্টার জেনারেল
৩০ কোর

সামরিক কর্মজীবন সম্পাদনা

১৯৮৬ সালে ২৩তম ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটেলিয়নে কমিশন পান আসিম, তিনি অফিসার্স ট্রেনিং স্কুল, মংলাতে ১৭তম ব্যাচে প্রশিক্ষণরত ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে আসিম লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রাপ্ত হন এবং তাকে আইএসআই-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ২০১৮ সালের মার্চে তাকে হিলাল-ই-ইমতিয়াজ পদক প্রদান করা হয়। এর আগে তিনি পাকিস্তানের উত্তরাঞ্চলের একটি ডিভিশনের নেতৃত্ব প্রদান করেন। ২০১৯ সালের জুন মাসে আসিম গুজরানওয়ালার ৩০ কোরের কমান্ডার নিযুক্ত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির"প্রথম আলো। ২৪ নভেম্বর ২০২২। 
  2. "পাকিস্তানের নতুন সেনাপ্রধান কে এই আসিম মুনির"প্রথম আলো। ২৫ নভেম্বর ২০২২।