আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি

ইতালীয় ফুটবল খেলোয়াড়
(আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি থেকে পুনর্নির্দেশিত)

আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি (ইতালীয়: Alessandro Florenzi, ইতালীয় উচ্চারণ: [alesˈsandro floˈrɛntsi]; জন্ম: ১১ মার্চ ১৯৯১) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব এসি মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি
২০১৪ সালে রোমার হয়ে ফ্লোরেনৎসি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি
জন্ম (1991-03-11) ১১ মার্চ ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান রোম, ইতালি
উচ্চতা ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসি মিলান
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
১৯৯৫–২০০০ আতলেতিকো আচিলিয়া
২০০০–২০০২ লোদিজানি
২০০২–২০১১ রোমা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০২২ রোমা ২২৭ (২৫)
২০১১–২০১২ক্রোতোনে (ধার) ৩৫ (১১)
২০২০ভ্যালেন্সিয়া (ধার) ১২ (০)
২০২০–২০২১পারি সাঁ-জেরমাঁ (ধার) ২১ (২)
২০২১–২০২২এসি মিলান (ধার) ২৪ (২)
২০২২– এসি মিলান (০)
জাতীয় দল
২০১১ ইতালি অনূর্ধ্ব-২০ (০)
২০১১–২০১৩ ইতালি অনূর্ধ্ব-২১ ১৮ (৫)
২০১২– ইতালি ৪৯ (২)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১:২৪, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ জুন ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, ফ্লোরেনৎসি ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১২ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪২ ম্যাচে ২টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১৬) অংশগ্রহণ করেছেন।

ব্যক্তিগতভাবে, ফ্লোরেনৎসি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫–১৬ মৌসুমে পাল্লোনে দার্জেন্তো পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, ফ্লোরেনৎসি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়েই পারি সাঁ-জেরমাঁর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আলেসসান্দ্রো ফ্লোরেনৎসি ১৯৯১ সালের ১১ই মার্চ তারিখে ইতালির রোমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Alessandro Florenzi"। ASRoma.com। ২০১৬-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা