আলী আশরাফ সিদ্দিকি

ভারতীয় রাজনীতিবিদ

আলী আশরাফ সিদ্দিকি হলেন বিহারের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি বিহারের ভগলপুর জেলার বালুয়াচকের কাছে জামগাঁও গ্রামে বসবাস করেন। ইনি বিহার বিধানসভার একজন সদস্য। সিদ্দিকি ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির টিকিটে নাথনগর বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা