আলাপ:সৃষ্টিকর্তা

সাম্প্রতিক মন্তব্য: ShazidSharif2001 কর্তৃক ৩ বছর পূর্বে "বিতর্কিত মনে হচ্ছে" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি সম্পাদনা

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ ইংরেজিতে 'Creator deity' নামক অভিন্ন পাতা বিদ্যমান। এবং ঈশ্বর পাতাটির জন্য ইংরেজিতে 'God' নামের একটি পাতাও রয়েছে।

অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

ইংরেজি উইকিতে Creator deity এবং God পাতা দুইটির বিষয়বস্তু আলাদা। কিন্তু, বাংলা উইকিপিডিয়ায় ঈশ্বর পাতাটির সাথে গঠনগত দিক দিয়ে সৃষ্টিকর্তা পাতাটির কোনো পার্থক্য নেই। উভয় পাতার বিষয়বস্তু প্রায় একই। তথ্যগত দিক দিয়েও তথ্যের পুণরাবৃত্তি ঘটেছে (বিভিন্ন ধর্মে ঈশ্বর ও বিভিন্ন ধর্মে সৃষ্টিকর্তা)। পাতাটি তিন বছর আগে তৈরি এখনও কোনো তথ্যসূত্র যুক্ত করা হয়নি। -- Nasrin (আলাপ) ১৪:৪৮, ১৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বিতর্কিত মনে হচ্ছে সম্পাদনা

নিবন্ধটির বিজ্ঞানের দৃষ্টিতে সৃৃষ্টিকর্তা অংশটি বিতর্কিত মনে হচ্ছে। কোনো তথ্যসূত্র নেই।এছাড়া ইংরেজি উইকিতেও এমন কোনো অনুচ্ছেদ নেই। এখানে দেখুন ভোরের পাখি আলাপ ১৫:৪৯, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"সৃষ্টিকর্তা" পাতায় ফেরত যান।