আলাপ:সদিক রাশির ক্যালকুলাস

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৬ বছর পূর্বে

আমার মতে সদিক রাশির ক্যালকুলাসের চেয়ে আসলে ভেক্টর ক্যালকুলাস এখানে বেশি ভালো মানায়। ভেক্টর শব্দটা বাংলায় এখন বহু প্রচলিত, আর এটা পূর্বপদ হিসেবে বহু গাণিতিক ধারণার সংজ্ঞায় ব্যবহৃত, যেমন - Vector Addition, vector analysis, Vector Basis, Vector Bundle, Vector Bundle Connection, Vector Bundle Tensor, Vector coupling rule, Vector Cross Product, Vector Division, Vector Field, Vector Function, Vector Space, এরকম আরও অনেক অনেক পদে। এগুলি সবগুলিতে আমরা "সদিক রাশির" বা "ভেক্টর" যেকোনটাই লিখতে পারি, কিন্তু "ভেক্টর" পারিভাষিক শব্দটা সংক্ষিপ্ত এবং জ্ঞানের সহজ আদানপ্রদানে এটাকেই বেশি ব্যবহার করার সম্ভাবনা বেশি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৭, ৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমিও ভেক্টর ক্যালকুলাসের পক্ষে। আমার মতে বাংলায় ইংরেজি/লাতিন থেকে অনেক গানিতিক পরিভাষা সংযুক্ত করা দরকার। যেমন ম্যাট্রিক্স, ভেক্টর, ক্রস গুণন, সেট প্রভৃতি।--μακσυδআলাপ ১৭:৫৭, ৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
আমিও ভেক্টরের পক্ষপাতি। কারণ ভেক্টর শব্দটি অনেক সহজবোধ্য এবং বিশুদ্ধ গাণিতিক পরিভাষা। একে বাংলা ভাষায় ব্যবহার করা উইত। -- মুহাম্মদ ০৩:২২, ৬ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
আমার মতে দুটোই সহজবোধ্য (বাংলাটা আসলে বেশি সহজবোধ্য। সদিক রাশি বললেই রাশিটা কী তা নাম থেকেই বোঝা যায়, ভেক্টরের ক্ষেত্রে এটা অনেকটা মুখস্থ কনসেপ্টের ব্যাপার)। আর ভেক্টর পরিভাষাটাকে "বিশুদ্ধ" বলা উচিত হবে না। আলোচ্য ক্ষেত্রে ভেক্টরের ট্রাম্পকার্ড একটাই, এটা আকারে ছোট (দুটা মাত্র সিলেবল ভেক্‌-টর্‌; অন্যদিকে সদিক রাশিতে চারটা সিলেবল = স-দিক্‌ রা-শি, উচ্চারণে বেশি সময় লাগে), আর ভেক্টর বলতে কী বোঝায়, তা কম বেশি সবাই বোঝে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৬, ৬ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমি গাণিতিক পরিভাষার ক্ষেত্রে ঢালাওভাবে লাতিন/গ্রিক/ইংরেজি থেকে ঋণগ্রহণের পক্ষপাতী নই। সবকিছুতেই ভারসাম্যের ব্যাপার আছে। দেখি গণিত পরিভাষা-তে হাত দিতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২১, ৬ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

"সদিক রাশির ক্যালকুলাস" পাতায় ফেরত যান।